ঢাকা: বিএসটিআইয়ের অনুমোদন এবং পণ্যের গায়ে মূল্য লেখা না থাকায় ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার রাজধানীর দু’টি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন।
আদালত সূত্রে জানায়, ভ্রাম্যমাণ আদালত দুপুরে তেজগাঁও শিল্প এলাকার এম কে বিজনেস অ্যান্ড কমিউনিকেশন নামের একটি পানি বিশুদ্ধকরণ কারখানায় অভিযান চালান।
পরে আদালত মালিবাগের চৌধুরীপাড়ায় ইভানা কেবল ইন্ডাস্ট্রি নামের একটি বৈদ্যুতিক তার তৈরির কারখানায় অভিযান চালান। প্রতিষ্ঠানটির বাজারজাত করা তারের লেবেলে সর্বোচ্চ খুচরা মূল্য না থাকায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
বিএসটিআই পরিচালিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঢাকা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন। এ সময় বিএসটিআইয়ের উপ-পরিচালক আসিফ হোসেন ও মহানগর দাঙ্গা পুলিশের একটি দল আদালতকে সহযোগিতা করেন।
বাংলাদেশের সময় ১৯৫৭ ঘন্টা, জুলাই ১৫, ২০১০