ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

সাত মাসের লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রপ্তানি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৯, ফেব্রুয়ারি ৭, ২০১১

ঢাকা: চলতি ২০১০-১১ অর্থবছরের প্রথম সাত (জুলাই ’১০- জানুয়ারি ’১১) মাসে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রপ্তানি আয় হয়েছে।

আলোচ্য সময়ে রপ্তানি আয় হয়েছে ১ হাজার ২১৮ কোটি ৪১ লাখ ডলার।

এটা সাত মাসের লক্ষ্যমাত্রার তুলনায় ১৮ দশমিক ৫৬ শতাংশ এবং গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৩৯ দশমিক ৮৫ শতাংশ বেশি।

উল্লেখ্য, গত অর্থবছরের একই সময় রপ্তানি আয় হয়েছিল ৮৭১ কোটি ২৪ লাখ ডলার।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচ্য সময়ে প্রধান প্রধান পণ্যগুলোতে রপ্তানি আয় লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে। এর মধ্যে রপ্তানির সবচেয়ে বৃহত্তম খাত নিটওয়্যার খাতে ৫০৭ কোটি ৫৩ লাখ ডলার ও ওভেন গার্মেন্টস খাতে ৪৩৮ কোটি ৫৮ লাখ ডলার আয় হয়েছে। এর আগের অর্থবছরের একই সময়ের তুলনায় তা যথাক্রমে ৪৩ দশমিক ২২ শতাংশ ও ৩৯ দশমিক ০৯ শতাংশ বেশি।
 
এছাড়া অন্যান্য উল্লেখযোগ্য খাতের মধ্যে পাট ও পাটজাত দ্রব্য খাতে ৬৪ কোটি ৩৪ লাখ ডলার (প্রবৃদ্ধির হার ৫৩ দশকি ৯৫ শতাংশ), হিমায়িত মৎস্য খাতে রপ্তানি আয় হয়েছে ৩৮ কোটি ৪২ লাখ ডলার (প্রবৃদ্ধি হার ৫২ দশমিক ৮০ শতাংশ), হোম টেক্সটাইল খাতে ৩৭ কোটি ৬৭ লাখ ডলার (প্রবৃদ্ধির হার ৮৭ দশমিক ৩৮ শতাংশ), কাচা পাট খাতে ২১ কোটি ৫১ লাখ ডলার (প্রবৃদ্ধির হার ৯১ দশমিক ৮১ শতাংশ), চিংড়ি খাতে ২৯ কোটি ৯২ লাখ ডলার (প্রবৃদ্ধির হার ৫৪ দশমিক ৪৩ শতাংশ), চামড়া খাতে ১৪ কোটি ৯৪ লাখ ডলার (প্রবৃদ্ধির হার ২৯ দশমিক ৯৪ শতাংশ), চামড়া জাত দ্রব্য খাতে ৩ কোটি ১৪ লাখ ডলার (প্রবৃদ্ধির হার ১৪৫ দশমিক ৭০ শতাংশ), ফুটওয়্যার খাতে ১৭ কোটি ২৬ লাখ ডলার (প্রবৃদ্ধির হার ৫০ দশমিক ৪০ শতাংশ), সিরামিক পণ্য খাতে ২ কোটি ১২ লাখ ডলার (প্রবৃদ্ধির হার ৭ দশমিক ৯৬ শতাংশ) এবং প্লাস্টিক পণ্য খাতে ৩ কোটি ৭৪ লাখ ডলার (প্রবৃদ্ধির হার ৩৬ দশমিক ৬৫ শতাংশ) রপ্তানি আয় হয়েছে। সবচেয়ে বেশি রপ্তানি আয় অর্জিত হয়েছে নিটওয়্যার রপ্তানি খাতে।

অন্যদিকে যেসব খাতে নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে এর মধ্যে চা রপ্তানি খাতে ৬৭ দশমিক ৫৮ শতাংশ, রাসায়নিক দ্রব্য খাতে ২১ দশমিক ৩৮ শতাংশ, বাইসাইকেল খাতে ১০ দশমিক ৭৫ শতাংশ ও ফার্নিচার খাতে ১২ দশমিক ৫৭ শতাংশ রপ্তানি কমেছে।  

বাংলাদেশ সময় : ২০৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।