ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

মিতসুবিশির গ্লোবাল প্রেসিডেন্ট ঢাকায় আসছেন মঙ্গলবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৪, ফেব্রুয়ারি ৭, ২০১১
মিতসুবিশির গ্লোবাল প্রেসিডেন্ট ঢাকায় আসছেন মঙ্গলবার

ঢাকা: বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মিতসুবিশি মোটরস করপোরেশনের গ্লোবাল প্রেসিডেন্ট ওসামু মাসুকো তিন দিনের বাংলাদেশের সফরে মঙ্গলবার ঢাকায় আসছেন।

ঢাকায় অবস্থানকালে তিনি শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া, র‌্যাংগস গ্রুপের চেয়ারম্যান আবদুর রউফ চৌধুরী এবং সরকারের ঊধ্বর্তন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।



১০ ফেব্রুয়ারি তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

১৯৪৯ সালে জাপানে জন্মগ্রহণকারী ওসামু মাসুকো ১৯৭২ সালে ওয়াসেদা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি মিতসুবিশি করপোরেশনের মোটর ভেহিক্যাল ও রোলিং স্টক বিভাগে যোগ দেন। বিভিন্ন সময় এই প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের পর তিনি ২০০৭ সালে মিতসুবিশি মোটরস করপোরেশনের গ্লোবাল প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।