ঢাকা, বৃহস্পতিবার, ২২ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

২৪-২৮ ডিসেম্বর ‘রিহ্যাব উইন্টার ফেয়ার’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৪
২৪-২৮ ডিসেম্বর ‘রিহ্যাব উইন্টার ফেয়ার’ ছবি: রাশেদ / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আগামী ২৪-২৮ ডিসেম্বর ৫ দিনব্যাপী রিহ্যাব উইন্টার ফেয়ার-২০১৪ এর আয়োজন করা হয়েছে। ফেয়ারের সমাপনী অনুষ্ঠান হবে ৩০ ডিসেম্বর।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অফ ফেমে এ ফেয়ার অনুষ্ঠিত হবে।


শনিবার (২০ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
 
প্রতিবছরের মতো এবারও রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) উইন্টার ফেয়ারের এ আয়োজন করেছে। উইন্টার ফেয়ারে মোট ১৫০টি স্টল ও কো-স্পন্সর হিসেবে ১৩টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্তন্ত চলবে।
 
কো-স্পন্সর প্রতিষ্ঠান সমূহের মধ্যে রয়েছে, আমিন মোহাম্মদ ফাউন্ডেশন লিমিটেড, ‍অ্যাসুরেন্স ডেভেলপমেন্টস, কমফোর্ট হোমস, কমপ্রিহেন্সিভ হোল্ডিংস, কনকর্ড রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডিং প্রোডাক্টস, ডম-ইননো বিল্ডার্স লিমিটেড, ইস্টার্ন হাউজিং, জেনিটিক, আইডিয়াল রিয়েল এস্টেট, নাভানা রিয়েল এস্টেস, রাকিন ডেভেলপমেন্ট কোম্পানি (বিডি), রুপায়ন হাউজিং এস্টেট ও শামসুল আলামিন রিয়েল এস্টেট লিমিটেড।

ফেয়ার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান রবিউল হক বলেন, রিহ্যাব ২০০১ সাল থেকে উইন্টার ফেয়ার করে আসছে। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠান কর্তৃপক্ষের অনুমোদিত প্রকল্প উপস্থাপন, প্রর্দশন ও বিক্রয় করবে। তবে অনুমোদনহীন প্রকল্প উপস্থাপন, প্রদর্শন ও বিক্রয় বন্ধ করতে রিহ্যাব ও রাউজকের সমন্বয়ে গঠিত একটি দল সার্বক্ষণিক মনিটরিং ও প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
 
রবিউল বলেন, গত দুই দশক ধরে রিহ্যাব দেশের মানুষের আবাসন সমস্যা নিরসনে কাজ করে আসছে। পাশাপাশি দেশের অর্থনীতি সমৃদ্ধ করণে ১১৮৮টি সদস্য প্রতিষ্ঠান পরিবেশবান্ধব নিরাপদ আবাসনে অবদান র‍াখছে।
 
তিনি বলেন, রাজনৈতিক অস্থিরতাসহ বেশ কিছু কারণে গত কয়েকবছর ধরে আবাসন শিল্পে মন্দাভাব বিরাজ করছে।

বিভিন্ন প্রতিকূলতার মাঝেও এ শিল্পকে বাঁচিয়ে রাখতে আবাসন প্রকল্প নির্মাণে জমি বরাদ্দের দাবি জানান তিনি।
 
একই সাথে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ চুক্তির আওতায় প্রকল্প গ্রহণ করা হলে এ শিল্পকে এগিয়ে নেওয়া সম্ভব বলে মনে করেন রবিউল হক।
 
এ শিল্পের স্থবিরতা কাটাতে স্বল্প সুদে দীর্ঘমেয়াদী তহবিল গঠন এবং এ তহবিল থেকে ক্রেতা পর্যায়ে সিঙ্গেল সুদে ঋণ প্রদানের ব্যবস্থা করলে এ খাতে পুনরায় গতি ফিরে আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
 
নকশা অনুমোদনে দীর্ঘসূত্রিতা ও বিভিন্ন সেবা সংস্থার সমন্বয়হীনতা এ খাতের সমস্যাগুলোকে আরো প্রকট করে তুলেছে বলে অভিযোগ করেন রবিউল হক। রাউজকের আওতাধীন এলাকায় ইমারতের নকশা দ্রুত অনুমোদনের জন্য ‘ওয়ান স্টপ সার্ভিস সেল’ চালু করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
 
২০০১ সাল থেকে ঢাকায় ১৩টি, চট্টগ্রামে ৮টি, যুক্তরাষ্ট্রে ১২টি এবং যুক্তরাজ্য, দুবাই, ইতালি, কানাডা, সিডনিতে একটি করে রিহ্যাব হাউজিং ফেয়ারের আয়োজন করে। বিদেশের এসব মেলার মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে বলেও দাবি করেন রিহ্যাবের ভারপ্রাপ্ত সভাপতি।
 
তিনি বলেন, রিহ্যাব ফেয়ারে প্রবেশমূল্য সিঙ্গেল ৫০ ও মাল্টিপল এন্ট্রি ১০০ টাকা। প্রবেশ টিকিটে থাকবে র‌্যাফেল ড্র এবং ৪২ ইঞ্চি এলইডি টিভিসহ আকর্ষণীয় বিভিন্ন পুরস্কার।
 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রিহ্যাব ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূঁইয়া, যুগ্ম সম্পাদক মো. শাকিল কামাল চৌধুরী, কার্য নির্বাহী সদস্য প্রকৌশলী মো. সরওয়ার্দী ভূঁইয়া, প্রকৌশলী মোহাম্মদ সোহেল রানা ও কামাল আহমেদ।
 
বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৪/আপডেট: ১২৫৩ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।