মাগুরা: মাগুরা সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়নের বাগেরহাট বাজারে ব্যাংক এশিয়া লিমিটেডের এজেন্ট ব্যাংকিং এর ৪৯তম শাখার উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান প্রফেসর ডা. এম এস আকবর এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ শাখার উদ্বোধন করেন।
এ সময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আরফান আলী, ভাইস চেয়ারম্যান কাজী মোস্তফা আলী, যশোর শাখা ব্যবস্থাপক রবিউল ইসলাম, এজেন্ট ব্যবস্থাপক কাজী আরশাদ আলী ও সাবেক ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের ডেপুটি ডিরেক্টর আরফান আলী বাংলানিউজকে জানান, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে এ ধরণের এজেন্ট ব্যাংকিংয়ের শাখা খোলা হচ্ছে।
এর অংশ হিসেবে মাগুরার বাগেরহাট বাজারে এ এজেন্ট ব্যাংকিংয়ের শাখা উদ্বোধন করা হলো। এখান থেকে গ্রামের মানুষ চেক বই ছাড়াই টাকা উত্তোলন, ক্ষুদ্রঋণ, কৃষি ঋণসহ সব ধরণের ব্যাংককিং সেবা পাবেন।
বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৪