ঢাকা, বৃহস্পতিবার, ২২ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এক্সিম ব্যাংকের কিশোরগঞ্জ শাখার উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৪
এক্সিম ব্যাংকের কিশোরগঞ্জ শাখার উদ্বোধন

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে ব্যাংকের ৮৭তম শাখা উদ্বোধন করল এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড (এক্সিম)।

শনিবার (২০ ডিসেম্বর) কিশোরগঞ্জ শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক।

ব্যাংকটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. জিল্লুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে মুজিবুল হক বলেন, এক্সিম ব্যাংকের মতো আধুনিক ব্যাংকগুলো দেশের সব এলাকাকে সমানভাবে গুরুত্ব দিয়ে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ ব্যবস্থাপনা পরিচালক খন্দকার রুমী এহসানুল হক ও প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।


বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।