ঢাকা, বৃহস্পতিবার, ২২ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সরকারি চাকরিজীবীদের মালিকানায় ব্যাংক প্রতিষ্ঠার সুপারিশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৪
সরকারি চাকরিজীবীদের মালিকানায় ব্যাংক প্রতিষ্ঠার সুপারিশ

ঢাকা: সরকারি চাকরিজীবীদের মালিকানায় সমৃদ্ধি সোপান নামক ব্যাংক প্রতিষ্ঠার সুপারিশ করেছে পে-কমিশন।

রোববার (২১ ডিসেম্বর) সকালে অর্থমন্ত্রণালয়ে ‍অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর পে-কমিশনের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন একথা জানান।

 

তিনি বলেন, দৈনিক বাংলা মোড়ে কল্যাণ তহবিলের নামে জমি রয়েছে। সেখান থেকে ২০ থেকে ২৫ কাঠা বিক্রি করে সরকারি চাকরিজীবীদের মালিকানায় সমৃদ্ধি সোপান ব্যাংক প্রতিষ্ঠার সুপারিশ করা হয়েছে। এ ব্যাংকের মালিকানায় থাকবে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। প্রত্যেকের নামে ৪ হাজার টাকার শেয়ার থাকবে। এটি বাণিজ্যিক ব্যাংক হতে পারে।

এছাড়া সরকারি চাকরিজীবীদের ইনক্রিমেন্ট চক্রবৃদ্ধিহারে বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এ হিসেবে কেউ চাকরিতে যোগ দেওয়ার ১৫ বছরের মধ্যে তার বেতন দিগুণ হয়ে যাবে বলে তিনি জানান।

অন্যদিকে প্রথম শ্রেণির প্রবেশপথে বেতন ২৫ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।

ফরাসউদ্দিন বলেন, ছয়বছরের মূল্যস্ফীতি ও প্রতিবেশী দেশের চিত্র পর্যালোচনা করে নতুন এ বেতন কাঠামোর সুপারিশ করা হয়।

গ্রাম পুলিশদের সরকারিভাবে স্বল্পমূল্যে খাদ্য সহায়তা দেওয়ার সুপারিশ করা হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, ওএমএস-এর প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে। তাই ওএমএস-এর জন্য সরকার যেসব খাদ্যসশ্য ক্রয় করেন। তা ছয়মাস পরই নষ্ট হয়ে যায়। তাই এসব খাদ্যশস্য গ্রাম পুলিশদের দেওয়া যায় কি-না তার সুপারিশ করা হয়েছে।

তিনি জানান, গ্রাম পুলিশদের বেতন সরকার ও ইউনিয়ন পরিষদ দেয়। আর ইউনিয়ন পরিষদের অর্থ তারা ঠিকমতো পায় না। তাই এই খাদ্যসশ্য তাদের দেওয়া হলে সুফল বয়ে আনবে।

পে-কমিশন চেয়ারম্যান বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও বীমার জন্য আলাদা বেতন কাঠামো সমর্থন করে না। তবে বাংলাদেশ ব্যাংকের জন্য আলাদা বেতন কাঠামো করা যেতে পারে বলে মত দেন তিনি।

বাংলাদেশ সময় : ১০৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।