ঢাকা: বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক এক পরিসংখ্যানে দেখা গেছে, দেশের ব্যাংকগুলোতে যত অ্যাকাউন্ট খোলা হয়েছে, তার ৬০ শতাংশ অ্যাকাউন্টে কোনো লেনদেন হয় না।
পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছর ৩০ জুন পর্যন্ত দেশের ব্যাংকগুলোতে হিসাবের সর্বমোট সংখ্যা ৬ কোটি ৬৬ লাখ ৮২ হাজার ৯৭৩টি।
এই ৬০ শতাংশ হিসাবে জমা রয়েছে মাত্র ২ হাজার ১১৮ কোটি ৯৯ লাখ টাকা। হিসাব অনুযায়ী, গড়ে প্রতিটি হিসাবে জমা মাত্র ৫৫৪ টাকা, যা মোট আমানতের শূন্য দশমিক ৩২ শতাংশ।
তথ্য অনুযায়ী, বাকি ৪০ শতাংশ হিসাবে জমা রয়েছে ৬ লাখ ৪৭ হাজার ৩২১ কোটি ৩ লাখ টাকা, যা মোট জমার ৯৯ দশমিক ৬৭ শতাংশ।
বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৪