ঢাকা, বৃহস্পতিবার, ২২ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এসএমই উদ্যোগে অধিকহারে নারীরা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৪
এসএমই উদ্যোগে অধিকহারে নারীরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, বর্তমানে অধিকহারে নারীরা এসএমই উদ্যোগে সম্পৃক্ত হচ্ছেন। এটি সম্ভব হয়েছে বাংলাদেশ ব্যাংকসহ অন্য স্টেকহোল্ডারদের নারী উদ্যোক্তাবান্ধব নানামুখী পদক্ষেপ নেওয়ার ফলে।

নারী উদ্যোক্তা উন্নয়নে বাংলাদেশ ব্যাংক এরইমধ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন নির্দেশনা দিয়েছে।

রোববার সকালে চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে SME Banking Seminar on Credit Access for Women  Entrepreneurs-Challenges and the Way Forward শীর্ষক সেমিনারে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এ খাতে ব্যাংকগুলোর অর্থায়ন প্রবাহ গতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংক নিজস্ব তহবিল ও বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের অর্থায়নের মাধ্যমে পুনঃঅর্থায়ন সুবিধা দিয়ে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংক তহবিলের ১৫ শতাংশ শুধুমাত্র নারীদের জন্য বরাদ্দ রেখে আলাদা ‘বাংলাদেশ ব্যাংক নারী উদ্যোক্তা তহবিল’ গঠন করা হয়েছে। এ তহবিল হতে খুদে নারী উদ্যোক্তারা কম সুদে (ব্যাংক রেট+৫ শতাংশ) এসএমই ঋণ পাচ্ছে। এ পর্যন্ত সাড়ে ১১ হাজার নারী উদ্যোক্তার অনুকূলে ১০১১ কোটি টাকা পুনঃঅর্থায়ন করা হয়েছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো নারী উদ্যোক্তাদের ঋণ প্রদানের বিপরীতে পুনঃঅর্থায়ন সুবিধার সদ্ব্যবহার করলে নারী উদ্যোক্তারা অধিকহারে ঋণ পাবেন বলে আমি মনে করি।

বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি উভয় খাতের প্রতিষ্ঠান ও স্টেকহোল্ডারও বাংলাদেশ ব্যাংকের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, বিগত বছরগুলোতে বাংলাদেশ ব্যাংক নারী উদ্যোক্তা উন্নয়নে বেশকিছু পদক্ষেপ ও কর্মসূচি গ্রহণ করেছে, যা দেশে-বিদেশে ব্যাপক প্রশংসিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নারীবান্ধব উদ্যোগের ফলে বিগত বছরগুলোতে নারী উদ্যোক্তা উন্নয়নে বিশেষ সাফল্য এসেছে।

তিনি বলেন, তথ্য পর্যালোচনায় দেখা যায়, নারী উদ্যোক্তা খাতে এসএমই ঋণ বিতরণের পরিমাণ উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। মোট এসএমই ঋণ বিতরণের মধ্যে নারী উদ্যোক্তা খাতে ঋণ বিতরণের হার ২০১২ সালে ছিল ৩.২২ শতাংশ, যা ২০১৩ তে ৩.৯২ শতাংশ এবং সেপ্টেম্বর ২০১৪ তে ৩.৭ শতাংশে উন্নীত হয়েছে। গত বছর সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান মিলে ৪১,৬৯৫ জন নারী উদ্যোক্তার মাঝে ৩৩৪৭ কোটি টাকা ঋণ বিতরণ করেছে, যা ছিল আগের বছরের চেয়ে ৫০ শতাংশ বেশি।

এ বছরের সেপ্টেম্বর পর্যন্ত ২০,৩৪৯ জন নারী উদ্যোক্তাকে ২৬৫১ কোটি টাকা এসএমই ঋণ বিতরণ করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

অতি সম্প্রতি আমরা বাংলাদেশ ব্যাংকের এসএমই বিভাগ ও সকল অফিসে নারী উদ্যোক্তা উন্নয়ন ইউনিট গঠন করেছি উল্লেখ করে তিনি বলেন, নারী উদ্যোক্তা অর্থায়নে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোও বাংলাদেশ ব্যাংকের মতো অনুরূপ ইউনিট গঠন করলে নারী উদ্যোক্তা অর্থায়নে আরো গতি সঞ্চারিত হবে বলে আমার বিশ্বাস। বিষয়টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো সক্রিয়ভাবে বিবেচনা করতে পারে। নারী উদ্যোক্তা উন্নয়নে সরকারি প্রচেষ্টার পাশাপাশি বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে  নারী উদ্যোক্তাদের সংগঠনগুলো গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে পারে।

চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট মিসেস কামরুন মালেকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মোঃ মোশাররফ হোসেন ভুঁইয়া, এফবিসিসিআই’র সভাপতি মোঃ কাজী আকরাম উদ্দিন আহমেদ, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোঃ আবদুল্লাহ। এছাড়াও চট্টগ্রাম অঞ্চলের নারী উদ্যোক্তাবৃন্দ, বাংলাদেশ ব্যাংকের সিনিয়র কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘন্টা, ডিসেম্বর ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।