ঢাকা, বৃহস্পতিবার, ২২ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঋণ পেতে শিল্প মন্ত্রণালয়ের সহায়তা চাইলেন চামড়া খাতের উদ্যোক্তারা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৪
ঋণ পেতে শিল্প মন্ত্রণালয়ের সহায়তা চাইলেন চামড়া খাতের উদ্যোক্তারা ছবি: ফাইল ফটো

ঢাকা: হাজারীবাগের ট্যানারি দ্রুত স্থানান্তর ও সাভারের চামড়া শিল্পনগরীতে অবকাঠামো নির্মাণে ব্যাংক ঋণ পেতে শিল্প মন্ত্রণালয়ের সহায়তা চেয়েছে বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুট ওয়্যার এক্সপোর্টার অ্যাসোসিয়েশন (বিএফএলএলএফইএ)।

রোববার শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে বৈঠককালে বিএফএলএলএফইএ এর নেতারা এ সহায়তা চান।

 

বৈঠকে সংসদ সদস্য এ কে এম রহমতউল্লাহ, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম পরাগ, চামড়া শিল্পনগরী ঢাকা এর প্রকল্প পরিচালক সিরাজুল হায়দার, মন্ত্রণালয়ের যুগ্ম প্রধান লুৎফর রহমান তরফদার, বিএফএলএলএফইএ-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু তাহের, নির্বাহী কমিটির সদস্য মো. শহিদুল্লাসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠকে বিএফএলএলএফইএ’র নেতারা বলেন, চামড়া শিল্পনগরীকে পরিবেশবান্ধব শিল্পনগরী হিসেবে গড়ে তুলতে হলে, অত্যাধুনিক মেশিনারি স্থাপন ও উন্নতমানের অবকাঠামো নির্মাণ করতে হবে। অবকাঠামো নির্মাণে ৩ হাজার ৩০০ কোটি টাকা ও নতুন মেশিনারি স্থাপনে ১ হাজার ৮০০ কোটি টাকা ব্যয় হবে। এ টাকা সংস্থান করতে তারা সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ঘোষিত সার্কুলারের দ্রুত বাস্তবায়নের দাবি জানান।  

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।