ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গার্মেন্টসের জন্য আলাদা মন্ত্রণালয়!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৪
গার্মেন্টসের জন্য আলাদা মন্ত্রণালয়! ছবি: রহমত উল্যাহ/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গার্মেন্টস খাতকে রক্ষায় আলাদা মন্ত্রণালয়ের কথা ভাবছে সরকার। ইতোমধ্যে বিভিন্ন সংগঠন থেকে দাবি ওঠায় বিষয়টি সরকার বিবেচনা করছে বলে জানিয়েছেন সরকার দলীয় সংসদ সদস্য শিরীন আক্তার।



রোববার রাজধানীর ছায়ানটে বেসরকারি উন্নয়ন সংস্থা একশনএইড বাংলাদেশ এর ৩০ বছর উদযাপন ও সমাপনী অনুষ্ঠানের ত্রিপাক্ষিক মঞ্চে তিনি এ কথা জানান।

‘উন্নয়নে জনকেন্দ্রিক বিকল্পের সুযোগ ও ক্ষেত্র: দারিদ্র্য, অন্যায্যতা ও অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ৩০ বছরের লড়াই’ শীর্ষক ত্রিপাক্ষিক মঞ্চ অনুষ্ঠিত হয়।

শামীমা নাসরিন নামে একজন গার্মেন্টস প্রতিনিধি প্রশ্ন করে বলেন, বাংলাদেশ থেকে ৮৭ শতাংশ গার্মেন্টস পণ্য রপ্তানি হয়। এ অবদান বাংলার নারী। অথচ তারাই অধিকার বঞ্চিত।

গার্মেন্টস খাতের নারীরা শোষিত হচ্ছে। গার্মেন্টস খাতে ট্রেড ইউনিয়নেও মালিকদের বাধা। এ খাত যেহেতু এগিয়ে যাচ্ছে আলাদা একটি মন্ত্রণালয় করলে এ খাত আরো এগিয়ে যেতো।

জবাবে শিরীন আক্তার বলেন, পাটকে কেন্দ্র করে পাট মন্ত্রণালয়, বস্ত্রকে কেন্দ্র করে বস্ত্র মন্ত্রণালয় হতে পারলে গার্মেন্টসকে কেন্দ্র করে মন্ত্রণালয় নয় কেন।

যেহেতু বাংলাদেশের উন্নয়নের অপরিহার্য তিনটি খাতের মধ্যে গার্মেন্টস একটি সেজন্য বিভিন্ন সংগঠন এ ব্যাপারে দাবি তুলেছেন। সরকার এ বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবে।

তিনি আরও বলেন, মালিকদের ট্রেড ইউনিয়নে সহায়তার পাশাপাশি ট্রেড ইউনিয়ন শিল্প রক্ষায় উদ্যোগ নিতে হবে। কিন্তু ক্রেতারা এ বিষয়কে গুরুত্ব না দিয়ে শুধু বাণিজ্যে ব্যস্ত। আমাদের শ্রম আইন সংশোধন হয়েছে এটা বাস্তবায়ন করা জরুরি।

একশনএইড বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবিরের সঞ্চালনায় ত্রিপাক্ষিক মঞ্চে বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, আচিক মিচিক সোসাইটি নির্বাহী প্রধান সুলেখা দ্রং, তৃণমূল নারী নেত্রী হাওয়া বেগম, কেন্দ্রীয় কৃষক মৈত্রী সভাপতি মনির হোসেন বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।