ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অ্যাপোলো ইস্পাতের ১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৪
অ্যাপোলো ইস্পাতের ১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন ছবি: সংগৃহীত

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি এ্যাপোলো ইস্পাত কোম্পানির ২০তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) প্রস্তাবিত ১৫ শতাংশ শেয়ার লভ্যাংশ অনুমোদন করা হয়েছে।
 
রোববার (২১ ডিসেম্বর) নরসিংদীর পাঁচদোনায় চৈতাবো এলাকার ড্রিম হলিডে পার্কে এ এজিএম অনুষ্ঠিত হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।


 
এজিএমে কোম্পানির আয় ব্যয় সম্পর্কিত আর্থিক বিবরণী ও নিরীক্ষকের প্রতিবেদনসহ পরিচালকমণ্ডলীর প্রতিবেদনে অনুমোদন দেওয়া হয়।
 
অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেডের চেয়ারম্যান দীন মোহাম্মদের সভাপতিত্বে এজিএমে আরো উপস্থিত ছিলেন- পরিচালনা পর্ষদের  সদস্য এম.এ মজিদ,  মো. রফিক, অ্যাপোলো ইস্পাতের ব্যবস্থপানা পরিচালক মো. আনসার আলী, উপ-ব্যবস্থাপনা পরিচালক আবদুর রহমান, নির্বাহী পরিচালক ও কোম্পানির সেক্রেটারি এস. এ. হাসান।
 
কোম্পানির চেয়ারম্যান দীন মোহাম্মদ বলেন, বিদায়ী অর্থবছরে রাজনৈতিক অস্থিরতার মধ্যেও আমরা প্রবৃদ্ধি ধরে রেখেছে। ইতিমধ্যে নফ প্রকল্পের কাজও দ্রুত এগিয়ে চলেছে, যা দ্রুত সম্পন্ন হবে। সিভিল ওয়ার্ক শেষে জানুয়ারিতে মেশিন ইনস্টলেশন শুরু  হবে এবং ২০১৫ সালের মে মাস  থেকে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হবে।
 
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানির আয় বেড়েছে ৩৬.৮৩ শতাংশ। এ সময়ে মোট আয় হয়েছে ১৩ কোটি ৫২ লাখ ৬৫ হাজার টাকা। গত অর্থ বছরের প্রথম প্রান্তিকে মোট আয় হয়েছিল ৯ কোটি ৮৮ লাখ ৫৭ হাজার ৭৬৯ টাকা।
 
বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।