ঢাকা: আমানত ও ঋণের সুদের হারের নিন্মমুখী প্রবণতা বিবেচনা করে কৃষি ও পল্লীঋণের সুদের হার ২ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এ জন্য রোববার (২১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের মহাব্যবস্থাপক চৌধুরী ফিরোজ বিন আলম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, আমানত ও ঋণের সুদের হারের নিন্মমুখী প্রবণতা বিবেচনা করে অগ্রাধিকার খাত হিসেবে কৃষি ও পল্লীঋণের সুদের হারের উর্ধ্বসীমা ১৩ শতাংশের পরিবর্তে ১১ শতাংশ নির্ধারণ করা হলো।
২০১৫ সালের ১ জানুয়ারি থেকে এ নিদের্শনা বাস্তবায়নের জন্য দেশে কার্যরত সকল ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হলো।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৪