ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

চার দেশের জন্য গঠন হচ্ছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল

ডিপ্লোমেটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৪
চার দেশের জন্য গঠন হচ্ছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল

ঢাকা: চারদেশের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। দেশগুলো হলো, ইতালি জাপান, চীন ও ভারত।

এসব দেশের বিনিয়োগকারীরা বাংলাদেশ কারখানা স্থাপনে আগ্রহ প্রকাশ করেছেন।

ঢাকা সফররত বতসোয়ানার রাষ্ট্রপতির দপ্তর এবং জনপ্রশাসন বিষয়ক প্রতিমন্ত্রী ডিকগ্যাং ফিলিপ ম্যাকগালেমেলের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বতসোয়ানার দারিদ্র্য বিষয়ক উপদেষ্টা ও বতসোয়ানায় বাংলাদেশের অনারারী কনসাল ড. মোজাফফর হোসেন এবং বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা শাখার মহাপরিচালক বদিরুজ্জামানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী তৈরি পোশাক, ঔষধ, সমুদ্রগামী জাহাজ, চামড়া ও চামড়াজাত শিল্পসহ অন্যান্য শিল্পের অগ্রগতি ও এসব পণ্যাদি ইউরোপ, আমেরিকাসহ অন্যান্য দেশে রপ্তানির প্রবৃদ্ধি সম্পর্কে বতসোয়ানার প্রতিমন্ত্রীকে অবহিত করেন।

এছাড়া বাংলাদেশ ও বতসোয়ানার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সম্প্রসারণের লক্ষ্যে ৩টি বিষয় উত্থাপন করেন পররাষ্ট্রমন্ত্রী। এগুলো হলো, বছরে বা দু‘বছরে একবার দু’দেশের মধ্যে ফরেন অফিস কনসালটেশনের জন্য প্রটোকল স্বাক্ষর। কূটনীতিক ও সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা প্রথা রহিত করণ এবং বাংলাদেশ হতে বতসোয়ানায় জনশক্তি রপ্তানি।    

এ সময় বতসোয়ানার প্রতিমন্ত্রী কৃষি ও শিল্পসহ সামগ্রিক অর্থনীতিতে বাংলাদেশের সাফল্যের প্রশংসা করেন। কৃষিখাত ও দারিদ্য দূরীকরণের ক্ষেত্রে বাংলাদেশের অভিজ্ঞতা ও বিশেষায়িত জ্ঞান বতসোয়ানায় প্রয়োগের ব্যাপারেও গভীর আগ্রহ প্রকাশ করেন তিনি।

এছাড়া বতসোয়ানায় কর্মসংস্থান বৃদ্ধির জন্য বাংলাদেশের শিল্প উদ্যোক্তাদের সে দেশে পোশাকসহ অন্যান্য শিল্পোৎপাদন কারখানা স্থাপনের আহ্বান জানান তিনি।   বাংলাদেশের অগ্রগতির বিস্ময়কর চিত্র সরেজমিন দেখতে তিনি পৃথিবীর আরেক প্রান্ত হতে ছুটে এসেছেন বলেও উল্লেখ করেন তিনি।

বৈঠকে দুই মন্ত্রীই দু’দেশের বাণিজ্যিক সম্পর্ক সম্পসারণ এবং বাংলাদেশ ও বতসোয়ানার আর্থসামাজিক উন্নয়নে সব ধরনের সহযোগিতা বিনিময়ে সম্মত হয়েছেন।

বতসোয়ানার রাষ্ট্রপতির দপ্তর এবং জন প্রশাসন বিষয়ক প্রতিমন্ত্রীর নেতৃত্বে তিন সদস্যের এই প্রতিনিধি দলটি শনিবার দুই দিনের সরকারি সফরে ঢাকায় আসেন। বাংলাদেশে বতসোয়ানার মন্ত্রী পর্যায়ের এটাই প্রথম সফর। ২২ ডিসেম্বর ঢাকা ত্যাগ করার কথা রয়েছে প্রতিনিধি দলের।  

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।