ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সাতকানিয়ার কেরানীহাটে প্রাইম ব্যাংকের শাখা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৪
সাতকানিয়ার কেরানীহাটে প্রাইম ব্যাংকের শাখা ছবি: সংগৃহীত

ঢাকা: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট বাজারে প্রাইম ব্যাংকের ১৩৯তম শাখা উদ্বোধন করা হয়েছে।

গত মঙ্গলবার(২৩ ডিসেম্বর’২০১৪) প্রাইম ব্যাংকের সাবেক চেয়ারম্যান মোঃ নাদের খান প্রধান অতিথি হিসেবে শাখাটির উদ্বোধন করেন।



ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহমেদ কামাল খান চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন আগ্রাবাদ শাখার প্রধান এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো: আনোয়ারুল ইসলাম, কেরানীহাট শাখার ব্যবস্থাপক মুজিবুর রহমান, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সিরাজুল ইসলাম মাস্টার ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, ব্যবসায়ী শামসুল হক প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের শাখা ব্যবস্থাপকবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।