ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিডিজিতে প্লট বুকিং দিলে নগদ ছাড়, আইফোন-ল্যাপটপ উপহার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৪
বিডিজিতে প্লট বুকিং দিলে নগদ ছাড়, আইফোন-ল্যাপটপ উপহার ছবি: রাশেদ / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ ডেভলপমেন্ট কোম্পানি লিমিটেডে (বিডিজি) প্লট বুকিং দিলেই মিলছে ৫০ হাজার টাকা নগদ ছাড়। এছাড়াও পাওয়া যাচ্ছে ল্যাপটপ, আইফোন, এলইডি টিভি ও স্মার্টফোনের মতো আকর্ষণীয় উপহার।


 
বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৫ দিনব্যাপী রিহ্যাব উইন্টার ফেয়ার-২০১৪ উপলক্ষে এসব উপহার দেওয়া হচ্ছে।
 
নগরীর কাঁচপুর/মদনপুরের ইস্ট টাউন, হেমায়েতপুরের ওয়েস্ট টাউন, টঙ্গীর নর্থ টাউন, ও কেরানীগঞ্জের সাউথ টাউনে রেডি প্লট কিনলে এসব আকর্ষণীয় উপহার পাবেন ক্রেতারা।
 
বিডিজি’র উপ-ব্যাবস্থাপক (মার্কেটিং অ্যান্ড সেলস) হারুনুর রশিদ বাংলানিউজকে বলেন, পাঁচ দিনব্যাপী মেলা উপলক্ষে আমাদের প্লট বুকিং দিলেই উপহার সামগ্রী পাবেন ক্রেতারা। অপরদিকে মেলা উপলক্ষে ভিক্টোরিয়া রিয়েল এস্টেট অ্যান্ড কন্সট্রাকশন কোম্পানির ফ্ল্যাট বুকিং দিলেই ক্রেতারা পাচ্ছেন আইফোন -৬। এখানে প্রতি স্কয়ার ফুট ফ্ল্যাটের দাম ধরা হচ্ছে ২৫ হাজার টাকা।
 
রিহ্যাব উইন্টার ফেয়ারে রিয়েল এস্টেট কোম্পানিগুলো তাদের স্টলে নানা ধরনের ছাড় ও উপহার সামগ্রীর অফার দিচ্ছে। মেলাতে লামুডি ডট কমের মাধ্যমে অনলাইনে বাড়ি বেচা-কেনা ও বাড়ি ভাড়া দেওয়া হচ্ছে। এর মাধ্যমে ক্রেতারা খুঁজে নিতে পারবেন নিজেদের পছন্দের বাড়ি বলেও জানান হারুনুর রশিদ।  
 
বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।