ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শামসুল হুদা খান ন্যাশনাল ব্যাংকের এমডি

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪
শামসুল হুদা খান ন্যাশনাল ব্যাংকের এমডি শামসুল হুদা খান

ঢাকা: শামসুল হুদা খান ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ৩ বছরের জন্য নিয়োগ পেয়েছেন। এর আগে তিনি অত্র ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে ছিলেন।



তিনি ন্যাশনাল ব্যাংকে আন্তর্জাতিক বিভাগ, ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট বিভাগ, ক্রেডিট কার্ডস বিভাগ, এন্ট্রি মানিলন্ডারিং বিভাগসহ বহু গুরুত্বপূর্ণ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শামসুল হুদা খান ১৯৮৫ সালে সিনিয়র অফিসার হিসেবে ন্যাশনাল ব্যাংকে যোগদানের পর থেকে ব্যাংকের গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত থেকে দেশে এবং বিদেশে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে এসেছেন।

তিনি ১৯৮০ সালে পূবালী ব্যাংক লিমিটেডে শিক্ষানবিস অফিসার পদে যোগদানের মাধ্যমে ব্যাংকিং পেশায় যুক্ত হন। ন্যাশনাল ব্যাংকে যোগদানের পূর্বে সেখানে তিনি শাখা ব্যবস্থাপকের দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।