ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ফেঞ্চুগঞ্জে প্রাইম ব্যাংকের ১৪০তম শাখা উদ্বোধন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪
ফেঞ্চুগঞ্জে প্রাইম ব্যাংকের ১৪০তম শাখা উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সিলেটের ফেঞ্চুগঞ্জে মঙ্গলবার (৩০ডিসেম্বর) থেকে ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে প্রাইম ব্যাংক। প্রধান অতিথি হিসেবে শাখাটির উদ্বোধন করেন প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী।



আইবিবি আম্বরখানা সিলেট শাখার প্রধান ইভিপি মো: আবু আশরাফ সিদ্দিকীর সভাপতিত্ব বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেট এর মহাব্যবস্থাপক মোহাম্মদ মোবারক হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ফেঞ্চুগঞ্জ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ হানিফ, আকুল শাহ্ শপিং সিটির চেয়ারম্যান রাসেল আহমেদ শাহ এবং ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতি সেক্রেটারি রাজু আহমেদ রাজা, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ব্যবসায়ী প্রতিনিধি।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।