ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

হরতাল-অবরোধ বন্ধে আইনের আশ্রয় নেবে এফবিসিসিআই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
হরতাল-অবরোধ বন্ধে আইনের আশ্রয় নেবে এফবিসিসিআই

ঢাকা: হরতাল-অবরোধের মতো কর্মসূচি থেকে রাজনৈতিক দলগুলোকে বিরত রাখতে আইনের আশ্রয় নেবে বলে জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে মতিঝিলে এফবিসিসিআই’র কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ এ কথা জানান।



দেশে বিরাজমান সহিংসতা ও অবরোধের ফলে সৃষ্ট অর্থনৈতিক পরিস্থিতিতে নিয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। দেশের চলমান অর্থনৈতিক পরিবেশ স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

কাজী আকরাম বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ফলপ্রসূ আলোচনা করতে হবে। এতে চলমান রাজনৈতিক সংকট থেকে বেরিয়ে আসা ও সমাধানের পথ পাওয়া যাবে।

এফবিসিসআই পরিচালনা পর্ষদ তাকে হরতাল বন্ধে আইনের আশ্রয় নেওয়ার বিষয়টি খতিয়ে দেখার অনুমতি দিয়েছেন বলেও আকরাম উদ্দিন আহমেদ জানান।

তিনি বলেন, অবরোধ দেশের পরিবহন, ব্যবসা, শিল্পের কাঁচামাল সরবরাহ, পর্যটন খাতে প্রভাব ফেলছে। এভাবে লাগাতার অবরোধ চলতে থাকলে অর্থনীতির চাকা অচল হয়ে যাবে।
 
এ সময় প্রথম সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলী, হেলাল উদ্দিনসহ সংগঠনের অন্য নেতারাও উপস্থিত ছিলেন।

৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস পালন করতে না পেরে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটনেতা খালেদা জিয়া অবরোধের ডাক দেন। শনিবার চলছে অবরোধের পঞ্চম দিন।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫/আপডেট: ১৭২৪ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।