ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

যৌথ উদ্যোগে এখানেইডটকম-ওএলএক্স

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
যৌথ উদ্যোগে এখানেইডটকম-ওএলএক্স

ঢাকা: বাংলাদেশে অনলাইনভিত্তিক শ্রেণীবদ্ধ বিজ্ঞাপনের সেবা আরও বিস্তৃত করতে ন্যাসপার্স লিমিটেড, শিবস্টেড মিডিয়া গ্রুপ ও টেলিনর গ্রুপ একসঙ্গে কাজ করতে যাচ্ছে। ক্রমবর্ধমান বেশ কয়েকটি বাজারে বৃহত্তর অংশীদারভিত্তিক চুক্তির অংশ এটি।

 

বাংলাদেশে এখানেইডটকমের মূল প্রতিষ্ঠান এসএনটি (শিবস্টেড ও টেলিনরের সমান অংশীদারভিত্তিক) এর কাছে মালিকানা থাকছে ৫০.৩ শতাংশ এবং ওএলএক্স-এর মূল প্রতিষ্ঠান ন্যাসপার্সের কাছে থাকবে ৪৯.৭ শতাংশ।

নতুন প্রতিষ্ঠান ‘এখানেইডটকম’ নামেই কাজ করবে এবং বাংলাদেশের মানুষকে যথাযথ সেবা দেবে।

এতে মানুষ আরও বড় পরিসরে এ ওয়েবসাইট ব্যবহার করতে পারবে, আরও বেশি ক্রেতা ও বিক্রেতা খুঁজে পাবে। ভিন্ন দু’টি প্ল্যাটফরম ব্যবহারকারীদের এজন্য চিন্তিত হওয়ার কিছু নেই। সব বিজ্ঞাপন একই জায়গায় প্রকাশ হবে। ওএলএক্স ব্যবহারকারীদের পুনরায় বিজ্ঞাপন প্রকাশ করার দরকার নেই। স্বয়ংক্রিয়ভাবে তা এখানেইডটকমে চলে যাবে।

আগের মতো মানুষ বিনা পয়সাতেই বিজ্ঞাপন প্রকাশ করতে পারবেন সবাই। আরও বহু মানুষকে অনলাইনভিত্তিক বিজ্ঞাপনের সুবিধা পৌঁছে দিতে দু’টি প্রতিষ্ঠান যৌথভাবে পরিকল্পনা, অভিজ্ঞতা ও অর্থ ভাগ করে নেবে।

এসএনটি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আরিল ক্লোক্কেরহৌগ বলেন, বাংলাদেশে ওএলএক্স-এর সঙ্গে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। সব ক্রেতা ও বিক্রেতাকে একটি মাত্র গন্তব্যে নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত উৎসাহ বোধ করছি। এর মাধ্যমে বাংলাদেশের মানুষ আগের চেয়ে আরও দ্রুত, সহজে ও বড় পরিসরে বেচাকেনা করতে পারবে।

ওএলএক্স দক্ষিণ এশিয়ার প্রধান নির্বাহী কর্মকতা অমরজিৎ সিং বাতরা বলেন, ঐক্যবদ্ধ হয়ে আমরা দারুণ অর্জন নিশ্চিত করতে চাই। বেচাকেনায় যেন উভয়পক্ষই লাভবান হয় তার জন্য আমরা ক্রেতা-বিক্রেতাকে সহযোগিতা করতে প্রতিজ্ঞ। বাংলাদেশের বাজারে প্রবেশে অংশীদারের এ উদ্যোগটি দারুণ।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।