ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রয়োজনে খালেদার কাছে যাবে বিজিএমইএ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
প্রয়োজনে খালেদার কাছে যাবে বিজিএমইএ ছবি: কাশেম হারুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করার ইচ্ছা পোষণ করেছেন বিজিএমইএ নেতারা। তবে ঠিক কবে কখন তারা খালেদা জিয়ার কাছে যাবেন তা খোলাসা করেননি।



সোমবার (১২ জানুয়ারি) দুপুরে কারওয়ান বাজারের বিজিএমইএ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ ইচ্ছা পোষণ করেন। এর আগেও বিভিন্ন সময়ে দেশের রাজনৈতিক সঙ্কট ঘনীভূত হলে বিজিএমইএ নেতারা খালেদা জিয়ার সঙ্গে দেখা করার ইচ্ছা পোষণ করেন।

সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি আতিকুল ইসলাম বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আমাদের উৎপাদন ও রপ্তানি কার্যক্রম ব্যহত হচ্ছে।

শুধু তাই নয়,  বিদেশে ক্রেতাদের কাছে নেতিবাচক ধারণা চলে যাচ্ছে। ফলে আমাদের ইমেজ সংকট তৈরি হয়েছে। এই সংকট নিরসনে যে পদক্ষেপ নিয়েছিলাম তাতে গুড়ে বালি পড়তে যাচ্ছে। তাই প্রয়োজনে আমরা সংকট নিরসনে খালেদা জিয়ার সঙ্গে দেখা করব।

সংবাদ সম্মেলনে আতিকুল ইসলাম আরো বলেন, এরইমধ্যে অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরকারের সঙ্গে কথা বলেছি।

সরকারের পক্ষ থেকে ঢাকা-চট্টগ্রামে রপ্তানির মালামাল পরিবহনে নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান বিজিএমইএ’র সভাপতি।   তবে তিনি এও বলেন, শুধু ঢাকা-চট্টগ্রামে মালামাল পরিবহনের ক্ষেত্রে  নিরাপত্তা দেওয়া কোনো সমাধান নয়।

আতিকুল ইসলাম বলেন, একদিন অবরোধ বা হরতাল থাকলে ছয়শ’ ৯৫ কোটি টাকার রপ্তানি বাধাগ্রস্ত হয়। অবরোধের কারণে ৫০ শতাংশ উৎপাদনই ব্যাহত হয়। এছাড়া প্রতিদিন উৎপাদন ব্যাহত হচ্ছে দুইশ’ ১৫ কোটি টাকার।

সংবাদ সম্মেলনে আরো ছিলেন বিজিএমইএ-এর দ্বিতীয় সহ-সভাপতি এস এম মান্নান কচি, মো. ছিদ্দিকুর রহমান এবং সহ-সভাপতি মো. শহীদুল্লাহ আজীমসহ সংগঠনের নেতারা।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫/আপডেট : ১৪২২ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।