ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পোলার আইসক্রিমে স্যামসাং গ্যালাক্সি!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
পোলার আইসক্রিমে স্যামসাং গ্যালাক্সি! ছবি: জি এম মুজিবুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আইসক্রিম, শব্দটি শুনলে ছোট-বড় প্রায় সবার জিভেই জল আসে। আর পছন্দের এ খাবার খেয়ে যদি পাওয়া যায় পছন্দের মোবাইল! কেমন হবে তাহলে?

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উপলক্ষে এবার এ সুযোগটি পাওয়া যাচ্ছে পোলার আইসক্রিমের স্টলে।

আইসক্রিম কিনলে ক্রেতা পাবেন একটি কূপন। কূপন ঘষলেই যোগ হবে পয়েন্ট। আর সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহকারী ছয়জন ভাগ্যবানের জন্য আছে স্যামসাং গ্যালক্সি গ্র্যান্ড টু মোবাইল হ্যান্ডসেট।

সাদা বরফের ছাদে মোড়ানো পোলার আইসক্রিমের স্টলটি মেলায় আগত দর্শনার্থীদের বেশ আকৃষ্ট করেছে।

স্টলের ইনচার্জ মো. মানিক জানান, ৫০ থেকে ৯৯ টাকার আইসক্রিম কিনলে ৫০ টাকার, ১০০ থেকে ১৪৯ টাকার আইসক্রিম কিনলে ১২০ টাকার, ১৫০ থেকে ১৯৯ টাকার আইসক্রিম কিনলে ১৭০ টাকাসহ ক্রেতাদের জন্য বিভিন্ন মূল্যের কূপন রয়েছে। ক‍ূপন ঘষে নিজের সংগ্রহে সর্বোচ্চ ৬ জন জিতে নিতে পারবেন আকর্ষণীয় মোবাইল হ্যান্ডসেট।
 
তিনি বলেন, স্টলে দু’ধরনের আইসক্রিম বিক্রি করছি। একটি স্টিক  (রেডিমেড আইসক্রিম), অন্যটি স্কুপ (বানানো আইসক্রিম)। রেডিমেড আইসক্রিম ১৪ টাকা থেকে সর্বোচ্চ ৪৫ টাকায় পাওয়া যাচ্ছে। আর স্কুপ আইসক্রিমের জন্য ক্রেতাদের দেওয়া হচ্ছে বিশেষভাবে তৈরি করা বিস্কুট কোন। ক্রেতাদের কাছ থেকে যার সর্বনিম্ন মূল্য রাখা হচ্ছে ৭০ টাকা এবং সর্বোচ্চ ১২০ টাকা।

ইনচার্জ মানিক আরো জানান, স্টলে পোলারের চকবার, টু-ইন ওয়ান, ক্রাঞ্চি, পেঙ্গুইন, দই, ক্ষীরসহ মোট ১৪টি আইটেমের আইসক্রিম পাওয়া যাচ্ছে। মেলা উপলক্ষে হাতে তৈরি স্কুপের ওপর দেওয়া হচ্ছে বাদাম, গার্নিচারসহ নানা উপকরণ। যা খেতে সুস্বাদু ও মজার।
 
তিনি জানান, স্টলটিতে মোট ১০ জন কাজ করছেন। পোলারের মূল কারখানা রাজধানীর তেজগাঁওয়ের তিব্বত এলাকায়।

আইসক্রিমটি বাংলাদেশে প্রথম আসে ১৯৮৬ সালে। খেতে সুস্বাদু এবং মানে ভালো বলে সে সময় থেকে সুনামের সঙ্গে ছোট-বড় সবার মন জয় করে আসছে পোলার।
 
বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।