ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিআরবি ক্যাবলে বিদ্যুৎ বিল কম

রহমত উল্যাহ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
বিআরবি ক্যাবলে বিদ্যুৎ বিল কম ছবি: জিএম মুজিবুর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশীয় ক্যাবল উৎপাদনকারী প্রতিষ্ঠান বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উৎপাদিত ইলেকট্রিক্স ক্যাবল ব্যবহারে বিদ্যুৎ বিল কম আসে বলে জানিয়েছে কোম্পানিটি।

বিআরবি সম্পর্কিত বিভিন্ন তথ্যের জানান দিতে ‘অন্যতম বিশ্বে... বাংলাদেশের শীর্ষে’ শ্লোগানে বাণিজ্যমেলায় খোলা হয়েছে তাদের তথ্য সেন্টার।

আর এ সেন্টারে গ্রাহকদের আকৃষ্ট করছে এ তথ্য।

ক্যাবলস পণ্যের ব্যবহারিক তথ্য, নিরাপত্তা বিষয়ে জানতে মেলায় বিআরবি’র প্যাভেলিয়ানে ভিড় করছেন দর্শনার্থী ও ব্যবহারকারিরা। পিভিসি ক্যাবলস’র ৩০টি পণ্য, এক্সএলপিই ১০টি, টেলিকমিউনিকেশন ১২টি, অপটিক্যাল ফাইবার অ্যান্ড এলএএন ৯টি ও অন্যান্য ১৯টি ইলেক্ট্রনিক্স পণ্য সম্পর্কে তথ্য দেওয়া হচ্ছে।

গার্মেন্টস ব্যবসায়ী সিরাজুল ইসলাম বাংলানিউজকে জানান, তার গার্মেন্টসে বৈদ্যুতিক সব ক্যাবল বিআরবি’র। শর্ট সার্কিট ও দূর্যোগে ক্ষতিগ্রস্ত হয় না বলে এটি ব্যবহার করছেন তিনি।

টেলিকমিউনিকেশন ক্যাবলস বিষয়ে খুঁটিনাটি জেনে সন্তুষ্ট গুলিস্তানের ব্যবসায়ী ও ইলেক্ট্রনিক্স কারিগর সুলতান আহমেদ বাংলানিউজকে বলেন, এখানকার টেলিকমিউনিকেশন ক্যাবলস সমূহ অত্যন্ত উন্নতমানের। এ ক্যাবল ব্যবহারে বিদ্যুৎ বিলও কম।

৮০ দশকের মাঝামাঝি থেকে একমাত্র দেশীয় এ প্রতিষ্ঠানটি দেশের ইলেক্ট্রনিক্স পণ্যের ৭০ শতাংশ চাহিদা মিটিয়ে আসছে। দেশের বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান পিডিবি, বিটিসিএল, আরইবি, পিডব্লিউডি, ডেসকো, বিআর, আর্মড ফোর্স ব্যবহার করে এ ক্যাবল পণ্য।

বিআরবি’র ১১টি প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের গুণগত মানের কারণে দেশীয়সহ আন্তর্জাতিক বহু সনদ পেয়েছে বিআরবি। ফলে দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের বেশ কয়েকটি দেশে রপ্তানি হচ্ছে বিআরবি ইলেক্ট্রনিক্স পণ্য।

বিআরবি ক্যাবলস প্যাভেলিয়ানের দায়িত্বে থাকা ফারুক আহমেদ বাংলানিউজকে জানান, এ পণ্য ব্যবহারে বড় সুবিধা বিদ্যুৎ বিল কম আসে। বাংলাদেশে একমাত্র বিআরবি অটোমেটিক কেটেনারি কন্টিনিউয়াস ভল্কানাইজিং ও সায়োপ্লাস টেকনোলজি ব্যবহার করে। উন্নত প্রযুক্তি সম্পন্ন হওয়ায় দেশের চাহিদা মিটিয়ে মধ্যপ্রাচ্য, সাউথ আফ্রিকার বেশ কিছু দেশসহ ইংল্যান্ডে রপ্তানি করা হচ্ছে বিআরবির পণ্য।

বাণিজ্য মেলায় স্টল প্রসঙ্গে তিনি বলেন, বিক্রি নয়, পণ্য প্রদর্শনী ও পণ্য সম্পর্কে জানাতে আমরা চেষ্টা করছি। মানুষের আগ্রহ দেখেও খুব ভালো লাগছে।

বিআরবি লাভলী ফ্যান সম্পর্কে ফারুক বলেন, টেকসই ও মজবুত হওয়ায় লাভলী ফ্যান অল্প সময়ে মানুষ গ্রহণ করেছে। বর্তমানে এ ফ্যান বাংলাদেশের এক নম্বর ব্র্যান্ড হিসেবে খ্যাতি পেয়েছে।

বিআরবি’র পণ্য সম্পর্কে তথ্য সেন্টারে জানানো হয়, বিআরবি দেশের মধ্যে একমাত্র পরিবেশ সনদপ্রাপ্ত ক্যাবলস প্রস্তুতকারক কোম্পানি। পণ্যের মান যাচাইয়ে প্রতিটি পণ্য ল্যাবে পরীক্ষার মাধ্যমে পরবর্তী ধাপে যায়। গোবী ইন্টারন্যাশনালের জরিপে সারাবিশ্বের তালিকাভুক্ত তিন হাজার ক্যাবল উৎপাদনকারী প্রতিষ্ঠানের মধ্যে বিআরবি ৩৩তম। মানের কারণে বিআরবি তিনবার জাতীয় রপ্তানি ট্রফি অর্জন করেছে।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।