ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিএসইসির কর্মকর্তাদের দায়িত্ব পুনর্বণ্টন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
বিএসইসির কর্মকর্তাদের দায়িত্ব পুনর্বণ্টন

ঢাকা: পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ও নির্বাহী পরিচালকের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে।
 
মঙ্গলবার (১৩ জানুয়ারি) কমিশনের ৫শ’ ৩৫তম সভায় এসব দায়িত্ব পুনর্বন্টন করা হয়।


 
জানা যায়, কমিশনার মো. আমজাদ হোসেন এখন থেকে রেজিস্ট্রেশন ও সুপারিভিশন অ্যান্ড রেগুলেশন অব ইন্টারমিডিয়ারিজের (এসআরআই) পাশাপাশি নতুন করে সেন্ট্রাল ডিপোজিটরি সিস্টেম (সিডিএস) বিভাগ দেখভাল করবেন।
 
কমিশনার মো. আব্দুস সালাম শিকদার আইন ও ক্যাপিটাল মার্কেট রেগুলেটরি রিফর্মস অ্যান্ড কমপ্লায়েন্সের (সিএমআরআরসি) পাশাপাশি নতুন করে দেখভাল করবেন এনফোর্সমেন্ট বিভাগ।
 
এছাড়া নির্বাহী পরিচালক রুকসানা চৌধুরী আগের দায়িত্বের পাশাপাশি নতুন করে এনফোর্সমেন্ট বিভাগ, আনোয়ারুল ইসলাম নতুন করে প্রশাসন ও অর্থ বিভাগ, মো. হাসান মাহমুদ নতুন করে করপোরেট ফাইন্যান্স ডিপার্টমেন্ট (সিএফডি) এবং মো. মাহবুবুল আলম নতুন করে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট (আইএডি) দেখভাল করবেন।
 
আরও জানা যায়, বিএসইসির নির্বাহী পরিচালক মো. ফরহাদ আহমেদ ইন্টারন্যাশনাল অরগানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনসের (আইওসকো) উপদেষ্টা মনোনীত হওয়ায় বিভাগগুলো পুনর্বণ্টন করা হয়েছে।
 
স্পেনের মাদ্রিদে অবস্থিত আইওসকোর সদর দফতরে কাজে যোগদানের উদ্দেশে ফরহাদ আহমেদ আগামী ১৬ জানুয়ারি দেশ ত্যাগ করবেন বলে বিএসইসি সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
 
কর্মকর্তাদের বিভাগ পুনর্বণ্টনের জন্য বিএসইসি গত সোমবার (১২ জানুয়ারি) পৃথক দু’টি অফিস আদেশ জারি করে। এ আদেশ মঙ্গলবার (১৩ জানুয়ারি) থেকে কার্যকর হচ্ছে।
 
২০১৩ সালের ২১ ডিসেম্বর আইওসকোর মানদণ্ডের ভিত্তিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ‘বি’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়। যার পরিপ্রেক্ষিতে আইওএসকো বাংলাদেশের একজন প্রতিনিধিকে উপদেষ্টা হিসেবে মনোনীত করেছে।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।