ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পায়রা বন্দরের মহাপরিকল্পনায় চুক্তি স্বাক্ষর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
পায়রা বন্দরের মহাপরিকল্পনায় চুক্তি স্বাক্ষর ফাইল ফটো

ঢাকা: দেশের তৃতীয় সমুদ্রবন্দর ‘পায়রা বন্দর’র কারিগরি পরামর্শক এবং ধারণাগত মহাপরিকল্পনা প্রণয়নে চুক্তি স্বাক্ষর হয়েছে।
 
বুধবার (১৪ জানুয়ারি) সকালে সচিবালয়ে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেন চট্টগ্রাম ও পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজাম উদ্দিন আহমেদ এবং ব্রিটেনভিত্তিক গবেষণা সংস্থা এইচ আর ওয়েল্ডিংফোর্ডের পক্ষে টিম চেসার।


 
এ সময় বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ওয়ালিংটন গিবসনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, চুক্তি অনুযায়ী এইচ আর ওয়েল্ডিংফোর্ড কনসেপচ্যুয়াল মাস্ট‍ারপ্ল্যানের কাজ করবে। মোট ১৮ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে এ কাজ করতে প্রতিষ্ঠানটি সময় নেবে ৯ মাস।
    
নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, দ্রুত বর্ধনশীল অর্থনৈতিক কাঠামোর সঙ্গে দেশের দু’টি বন্দরের সমান্তরালে নতুন সম্ভাবনা কাজে লাগাতে নতুন সমুদ্রবন্দর শুরু করে সরকার। এরই ধারাবাহিকতায় ২০১৩ সালের ৫ নভেম্বর ‘পায়রা বন্দর অধ্যাদেশ -২০১৩’ পাস হয়। ওই বছরের ১৯ নভেম্বর পটুয়াখালী জেলার কলাপাড়া উপজলার লালুয়া ইউনিয়নে প্রধানমন্ত্রী পায়রা বন্দরের ফলক উন্মোচন করেন।
 
ইতোমধ্যে ৬ হাজার একর জমি অধিগ্রহণ করা হয়েছে বলেও জানান মন্ত্রী।
 
বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।