ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা

‘মডেল হতে চাও, সেলফি আপলোড দাও’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
‘মডেল হতে চাও, সেলফি আপলোড দাও’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মডেল হওয়ার স্বপ্নে বিভোর অনেক তরুণ-তরুণীই স্বপ্ন পূরণের আশায় ছবি তুলে বিভিন্ন স্টুডিওতে পাঠিয়ে থাকেন। কিন্তু মাসের পর মাস অপেক্ষা করেও কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হয় না তাদের।



স্বপ্নাতুর এসব তরুণ তরুণীর স্বপ্ন পূরণ করতে এবারের বাণিজ্য মেলায় স্টল খুলে বসেছে চরকা ফ্যাশন।  

‘মডেল হতে চাও, সেলফি তুলে পাঠাও’ এই স্লোগানকে সামনে রেখে লিফলেট দিয়েছে চরকা ফ্যাশনের ৩৪ নম্বর স্টল।

স্টলের ভেতরে ঢুকে জানা গেলো,উইনার ব্রান্ডের চরকা ফ্যাশনের নতুন পোশাকের বিজ্ঞাপনের জন্য মডেল প্রয়োজন। ‍আর সেসব মডেল খুঁজতেই এই লিফলেট দেওয়া হয়েছে।  

কোম্পানির বিতরণ কর্মকর্তা ও স্টল ইনচার্জ আব্দুস সাত্তার জানান, এভাবে মডেল খোঁজার পাশাপাশি কোম্পানির প্রচার ও প্রসার দুই হচ্ছে।

এ সম্পর্কে বিস্তারিত জানালেন কোম্পানির সহকারী ব্রান্ড ব্যবস্থাপক মো. রাশেদ।

তিনি জানান, আরএফএল’র একটি সহযোগী প্রতিষ্ঠান চরকা ফ্যাশন। এ প্রতিষ্ঠানের আরেকটি শাখা উইনার ব্রান্ডের বিভিন্ন পোশাকের (টপস, টি-শার্ট, লেগিন্স, সেমিজ ইত্যাদি)  বিজ্ঞাপন এবং প্রচারের জন্য মডেল প্রয়োজন।  

তিনি বলেন, এজন্য www.facebook.com/winnerbangladesh নামে একটি ফেসবুক পেজ খোলা হয়েছে। মডেল হতে চাইলে সেই পেজে সেলফি আপলোড করতে হবে। এতে করে তাদের কোম্পানি সম্পর্কে অনেকে জানবে, পাশাপাশি কোম্পানিও  মডেল খুঁজে পাবে।

তিনি আরো বলেন, সর্বোচ্চ শেয়ার এবং লাইকের ভিত্তিতে এই ছবিগুলোর মধ্যে থেকে ৫০ জনকে তালিকাভুক্ত করা হবে। তালিকাভুক্তদের মাঝে কোম্পানির বিচারকদের বিচারে ১০ জন সেরা মডেল হিসেবে নির্বাচিত হবেন। নির্বাচিত ১০ মডেলকে  উপহারও  দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫

** আল-হাসান ডায়মন্ড দিচ্ছে ভালোবাসার উপহার!

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।