ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

হরতাল অর্থনীতির জন্য নারকীয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
হরতাল অর্থনীতির জন্য নারকীয় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

ঢাকা: হরতাল অবরোধসহ বর্তমান রাজনৈতিক কর্মসূচিকে দেশের অর্থনীতির জন্য নারকীয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, কোনো ঘটনা ঘটলে সার্বিক পরিস্থিতির উপর দীর্ঘ মেয়াদে প্রভাব পড়ে।



বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত পিয়েরে মায়াউডন-এর সঙ্গে সাক্ষাৎ প্রদান শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।

তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন আগামী এক সপ্তাহের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

অর্থমন্ত্রী বলেন, আগামী দুই থেকে তিন বছর পরে কোনো রাজনৈতিক দলেরই হরতাল কর্মসূচি সফল হবে না। সাধারণ মানুষ এগুলো মানবে না।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, ‘এটা আমি জানি না। ’

ব্যবসায়ীরা হরতাল বন্ধে আইন চায় প্রসঙ্গ তিনি বলেন, ‘হ্যাঁ এটা আমি সমর্থন করি। এটা হওয়া দরকার। ’

ইউ রাস্ট্রদূতের সঙ্গে তার রাজনৈতিক বিষয়ে তেমন কোনো কথা হয়নি বলে জানান আবুল মাল আবদুল মুহিত।

তিনি বলেন, বাজেট রিফর্ম প্রোগ্রাম এসপিএনপিতে ফান্ড দেবে না বলে জানিয়েছে ইইউ। যা আমাদের জন্য দুঃসংবাদ। এ প্রকল্পটি অনেক ভালো। যা ১৯৯৪ সালে শুরু হয়। এর মাধ্যমে বাজেট প্রণয়ন ও ব্যয়ের কর্মপরিকল্পনা আধুনিকায়নের কাজ করা হয়। প্রকল্পটি চালু রাখতে অন্য দাতা সংস্থার সঙ্গে আলোচনা করা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময় : ১৩৪০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।