ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিজিএ সমবায় সমিতির অডিটরসহ ৩জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
সিজিএ সমবায় সমিতির অডিটরসহ ৩জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত

ঢাকা: সিজিএ সমবায় ঋণদান সমিতি থেকে ২ কোটি ৩৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সমিতির অডিটর ও সভাপতি মো: রফিকুল ইসলাম মিয়াসহ ৩জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
 
বৃহস্পতিবার কমিশনের নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য বাংলানিউজকে এ বিষয়ে নিশ্চিত করেন। যেকোনো সময় মামলা দুটি দায়ের করা হবে বলে জানিয়েছেন তিনি।
 
রফিকুল ইসলামসহ আরও যে দু’জনের বিরুদ্ধে মামলা সিদ্ধান্ত হয়েছে তারা হলেন, হিসাব নিয়ন্ত্রক (সিজিএ) সমবায় ঋণদান সমিতির অডিটর (বর্তমানে অবসরপ্রাপ্ত) মো: জহিরুল ইসলাম এবং ক্যাশিয়ার আবদুল কাদের।

সিজিএ ভবনেই অবস্থিত এ সমবায় সমিতিটির কার্যালয়। অভিযুক্তরা পরষ্পর যোগসাজশে এ টাকা আত্মসাৎ করেছেন বলে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।