ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিতেই হরতাল-অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিতেই হরতাল-অবরোধ

ঢাকা: দেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিতেই হরতাল-অবরোধ দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন ঢাকার গোপালগঞ্জ জেলা ব্যবসায়ী সমিতির নেতারা।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকা রিপোর্টাস ইউনিটির গোলটেবিল মিলনায়তনে এফবিসিসিআই’র সভাপতি কাজী আকরাম উদ্দিনের বাসায় বোমা হামলার প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন তারা।



ব্যবসায়ী সমিতির নেতারা বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতা ভেঙে দেওয়ার জন্য ব্যবসায়ীদের টার্গেট করে তাদের উপর হামলা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ব্যবসায়ী নেতা কাজী আকরাম উদ্দিনের বাসায় বোমা হামলা হয়েছে। ব্যবসায়ীদের বিনিয়োগে বাধা সৃষ্টি করা হচ্ছে। যার ফলে ছয়শ’ কোটি টাকার এক্সপোর্ট রেমিটেন্স হারিয়েছে ব্যবসায়ীরা।

কাজী আকরাম উদ্দিনের বাসায় হামলাকারীদের চিহ্নিত করে বিচার দাবি করে নেতারা বলেন, ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এ ঘটনার বিচার করা না হলে ব্যবসায়ীদের উপর হামলা, বোমাবাজির মতো ঘটনা ঘটতেই থাকবে।

আইন করে হরতাল-অবরোধ বন্ধ করার দাবি জানিয়ে তারা বলেন, হরতাল-অবরোধ বন্ধ না হলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে। দেশের উন্নয়নের স্বার্থেই আইন করে হরতাল-অবরোধ বন্ধের জন্য ব্যবসায়ীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হবে।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশ্যে তারা বলেন, দেশের স্বার্থে হরতাল-অবরোধের মতো রাজনৈতিক অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসুন। তা না হলে ব্যবসায়ীরা আপনাকে প্রত্যাখ্যান করবে।

সংগঠনটির সভাপতি সাহিদুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক শেখ আতিউর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক সরদার আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল গাফফার দারিয়া, জাহান মো. খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।