ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাণিজ্য মেলা: পেডরোলো পাম্পে বিশেষ ছাড়

রহমত উল্যাহ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
বাণিজ্য মেলা: পেডরোলো পাম্পে বিশেষ ছাড় ছবি: দেলোয়ার হোসেন বাদল/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়  বিশেষ ছাড় দেওয়া হচ্ছে ইতালির তৈরি পেডরোলো পাম্পের প্যাভেলিয়নে। পাশাপাশি কোম্পানিটির আকর্ষণীয় ডিজাইন, টেকসই, মজবুত ও উন্নত প্রযুক্তির পেন্টাগোনা বাথরুম ফিটিং এবং পেডরোলো এয়ার কুলারেও আগত দর্শনার্থীদের আগ্রহ দেখা গেছে।


 
বাণিজ্যমেলার ১২-১৩ মিনি প্যাভেলিয়নের পেডরোলো পাম্প বিশাল ছাড় দিচ্ছে বলে জানিয়েছেন, কোম্পানির সহকারী ব্যবস্থাপক মো. জাহিদুল আলম।

জাহিদুল আলম বাংলানিউজকে বলেন, তাইওয়ান ও চায়না পাম্প বিক্রি করা হলেও পেডরোলো পাম্পের চাহিদা খুবই বেশি। ২-৩ বছরের ওয়ারেন্টি দিচ্ছে পেডরোলা। এক বছরের মধ্যে বিনামুল্যে স্পেয়ার পার্টস ও সার্ভিসিং করার ব্যবস্থা রয়েছে। দ্বিতীয় বছরে স্পেয়ার পার্টসের মুল্য দিতে হলেও সার্ভিসিং বিনামু্ল্যে করে দেওয়া হয়।
 
বাসা-বাড়ি, কৃষি, কারখানা, হ্যাচারি, বয়লার, তেল সরবরাহ, লোনা পানি, ময়লা পানিসহ সব ধরনের পাম্প তারা বিক্রি করেন।
 
ডিএনডি বাঁধ এলাকার পানি নিষ্কাশনে, যেকোন ময়লা পানি ও নদীর পানি মূহুর্তে নিষ্কাশনের ক্ষমতা সম্পন্ন পাম্পও পেডরোলোর রয়েছে বলে জানান তিনি।
 
ইতালির প্রযুক্তি বলে পেডরোলোর চাহিদা বেশি। মেলায় এ ক’দিনে ভালো সাড়া পাওয়া গেছে বলে জানান জাহিদুল আলম।
 
হ্যাচারির জন্য পাম্প কিনতে আসা রেজাউল করিম বাংলানিউজকে জানান, হ্যাচারির পানিতে অক্সিজেন বাড়াতে পাম্প কিনতে এসেছেন। তার হ্যাচারির সব পাম্পই পেডরোলো। পেডরোলো পাম্প নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম।
 
পেডরোলোর দামের কথা জানিয়ে জাহিদুল বলেন, দাম আর টেকসইয়ের ক্ষেত্রে পেডরোলো কোন আপোষ করে না।
 
সর্বনিম্ন ২৮হাজার নয়শ’ ৫০ টাকা থেকে সর্বোচ্চ ১৫ লাখ টাকার পর্যন্ত পাম্প বিক্রি হচ্ছে। তবে সাবমারসিবল পাম্প মেলায় ক্রেতাদের আকৃষ্ট করেছে বেশি।
 
উন্নত প্রযুক্তি আর সাশ্রয়ী দামের ঢাকা ও চট্টগ্রাম এখন পেডরোলোর দখলে চলে এসেছে বলে জানান, জাহিদুল।

পেডরোলো ছাড়াও তাইওয়ান ও চায়না পাম্পের ক্ষেত্রে বেশ সাড়া পাওয়া যাচ্ছে। তাইওয়ানের পাম্প ১১ হাজার থেকে ৪ লাখ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

পেডরোলোর নতুন বাথরুম ফিটিং সম্পর্কে জাহিদুল বলেন, ইতালি প্রযুক্তির পেন্টাগোনা বাথরুম ফিটিং মেলায় প্রথম। এ পণ্যের দাম ৫-৮ হাজার টাকার মধ্যে।

অন্য কোম্পানির চেয়ে সাশ্রয়ী ও টেকসই হওয়ার কারণে ক্রেতাদের বিশ্বাস যোগ্যতা অর্জন করেছে পণ্যটি। নতুন পণ্য হিসেবে এত সহজে ক্রেতা আকৃষ্ট হবে ধারণা ছিল না।

জেড ক্লিনার সম্পর্কে জাহিদুল ইসলাম বলেন, কারখানায় যেকোন ময়লা পরিষ্কারে জেড ক্লিনার শীর্ষে রয়েছে। ওয়াশিং পাউডার আর পানি মিশিয়ে যেকোন ধরনের ময়লা খুব সহজে পরিষ্কার করা যায় জেড ক্লিনারের মাধ্যমে। এর দাম দুই লাখ ৫৫ হাজার টাকার মধ্যে।

পেডরোলোর সার্ভিস কেয়ার টিম সম্পর্কে জাহিদুল বলেন, রিজার্ভ ট্যাংক স্বাস্থ্যসম্মতভাবে পরিষ্কার করতে পেডরোলো সার্ভিস কেয়ার টিম গঠন করা হয়েছে।
এ টিম ঢাকা ও চট্টগ্রামের বাসা, আবাসিক এলাকা, বহুতল ভবনের ট্যাংক পরিষ্কার করতে সহায়তা করে আসছে। যেকোন সময় ফোন করলে এ দল যেকোন স্থানে পৌঁছে যাবে। এ দল অত্যন্ত নিখুঁতভাবে পাম্প সংক্রান্ত সব সেবা দিয়ে যাচ্ছে।

মেলায় মুল্যছাড় সম্পর্কে জাহিদুল ইসলাম বলেন, পেডরোলো ও তাইওয়ান পণ্যে ৭-১০ শতাংশ, চায়না পণ্যে ১০-১২ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।
মেলায় ক্রেতাদের মুল্যছাড় বিষয়ে একটি কার্ড দেওয়া হচ্ছে। এ কার্ড দেখিয়ে যেকোন শোরুম থেকে থেকে পণ্য কিনলে মুল্যছাড় পাবেন বলে জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।