ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাণিজ্য মেলায় প্রাণ প্যাভিলিয়ন-স্টলে বিশেষ ছাড়

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
বাণিজ্য মেলায় প্রাণ প্যাভিলিয়ন-স্টলে বিশেষ ছাড় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রতি বছরের মতো এবছরও ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রাণ ব্যাপক পরিসরে অংশগ্রহণ করেছে। এরইমধ্যেই মেলায় আগত ক্রেতা, দর্শণার্থীসহ সকলের দৃষ্টি আকর্ষণ করেছে এসব প্যাভিলিয়ন ও স্টল।



প্রাণ এর ৩৬ নং প্রিমিয়ার প্যাভিলিয়নে মেলা উপলক্ষে বিভিন্ন প্যাকেজ ও অফার রয়েছে। প্রাণ এর বিভিন্ন ধরনের মসলা দিয়ে সাজানো হয়েছে হট মাসালা অফার। যার বাজার মূল্য ২৭৮টাকা, তবে মেলা উপলক্ষে মূল্য রাখা হয়েছে ২৫০টাকা। হ্যাপি প্যাক অফার সাজানো হয়েছে চাল, নুডলস্, ইউএইচটি দুধ ও প্রাণ এর অন্যান্য পণ্য দিয়ে। যার বাজার মূল্য ৩৭০টাকা আর মেলা উপলক্ষে তা পাওয়া যাবে ৩২০টাকায়।

বিভিন্ন সস্ দিয়ে সাজানো হয়েছে সস্ লাভার অফার। যার বাজার মূল্য ৩২০ টাকা তবে মেলায় পাওয়া যাবে ২৭৫টাকায়। দুধ, ঘি, সেমাই ও বিভিন্ন পণ্য দিয়ে সাজানো হয়েছে কিচেন অফার। এর বাজার মূল্য ২৪৩টাকা তবে মেলা উপলক্ষে তা ২২০ টাকায় পাওয়া যাবে।

আচার, জেলি, সস্ প্রাণ-আপ দিয়ে সাজানো হয়েছে মম’স চয়েস। যার মূল্য বাজার মূল্য ৫৬৬টাকা আর মেলাতে পাওয়া যাবে তা ৫০০ টাকায়। মন্টি প্যাক অফারে রয়েছে প্রাণ জুনিয়র, ঝালমুড়ি, পিনাটবারসহ অন্যান্য পণ্য। যার বাজার মূল্য ৫৬ টাকা তবে মেলায় পাওয়া যাবে মাত্র ৫০টাকায়।

বন্ধু অফারে রয়েছে ফ্রুটো, ইউরোপা বিস্কুট, চাটনিসহ নানান পণ্য। এর বাজার মূল্য ১১৮, তবে মেলায় তা ১০০টাকায় পাওয়া যাবে। ফ্রুটো, সানড্রপ, প্রাণ-আপ ও ট্যাংগো দিয়ে সাজানো হয়েছে জুস্ ফিজ অফার। যার বাজার মূল্য ১৪৫টাকা তবে মেলা উপলক্ষে তা ১২৫ টাকায় পাওয়া যাবে। প্রাণ টোস্ট, স্টিক নুডলস্, জেলি দিয়ে রয়েছে ককটেল অফার। এর বাজার মূল্য ২২৩টাকা আর মেলায় পাওয়া যাবে তা ২০০টাকায়।

বাচ্চাদের পছন্দের পণ্য ওয়েফার, চিপস্, ফ্রুট ম্যাজিক দিয়ে সাজানো হয়েছে কিডস্ চয়েস। যার বাজার মূল্য ৫৬টাকা তবে মেলায় তা মাত্র ৫০টাকায় পাওয়া যাবে। প্রাণ ঝাল চানাচুর, লাচ্ছি, কফি’র সমন্বয়ে সাজানো হয়েছে ফূর্তি অফার। যার বাজার মূল্য ১১৫টাকা তবে মেলায় তা ১০০টাকায় পাওয়া যাবে।

প্রাণ এর বিভিন্ন বিস্কুট ও ওয়েফার দিয়ে সাজানো হয়েছে বিস্কুটাইম অফার। যার বাজার মূল্য ১৬০টাকা তবে মেলায় ১৫০টাকায় পাওয়া যাবে। প্রাণ এর ঝটপট পণ্য দিয়ে সাজানো হয়েছে আড্ডা অফার। যার বাজার মূল্য ২৪০টাকা তবে মেলায় ২০০টাকায় পাওয়া যাবে। এছাড়াও মিঃ নুডল্স, পিনাটবার, ললিপপসহ বিভিন্ন পণ্যের প্যাকে রয়েছে মূল্যছাড়ের ঘোষণা।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।