ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

টেক্সমার্টের সব পোশাকে ৬০% ছাড়!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
টেক্সমার্টের সব পোশাকে ৬০% ছাড়! ছবি: জিএম মুজিবুর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উপলক্ষ্যে জায়ান্ট গ্রুপের টেক্সমার্ট ব্রান্ড দিচ্ছে ৬০% ছাড়। এখানে পাওয়া যাচ্ছে শার্ট, পাঞ্জাবি, কামিজ, ফতুয়া ও বাচ্চাদের সব ধরনের পোশাক।



মেলার দক্ষিণ পাশের মাঠের কোণায় মাঝারি টাইপের জেনারেল মিনি প্যাভিলিয়ানের ‘৭ অ’ নম্বর এই স্টলের চারপাশের ব্যানারে লেখা ‘৬০ পার্সেন্ট অফ’। ছাড় দেখে ক্রেতাদেরও ভীড় জমেছে এই স্টলে।

জায়ান্ট গ্রুপের ব্রান্ড ম্যানেজার ও স্টল ইনচার্জ তানভীর মাহমুদ বলেন, বিভিন্ন দামের এসব পোশাকের প্রতিটিতে ৬০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। তবে এ সুযোগ শুধু মেলা পর্যন্ত।

তিনি জানান, এখানে ৩ হাজার ৪শ’ টাকার থ্রিপিচ ১ হাজার ৫০ টাকা, ১ হাজার ২শ’ ২৫ টাকার পাঞ্জাবী ৫শ’ ১৫ টাকা, ১ হাজার ৪শ’ ৫০ টাকার শার্ট ৬শ’ টাকা করে বিক্রি করা হচ্ছে।

মিরপুর থেকে আসা সুপ্তা ছেলের জন্য ১ হাজার ২শ’ ২৫ টাকার থ্রি পিচ কিনেছেন মাত্র ৫শ’ ১৫ টাকায়।   তিনি জানান, এত বড় ছাড় দেখে কিনে ফেললাম। যদি সব সময় এমন ছাড় দিয়ে এরা বিক্রি করতো তাহলে খুব ভালো হতো।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।