ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কমফোর্টারেও বিশেষ প্যাকেজ দিচ্ছে কে অ্যান্ড আর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
কমফোর্টারেও বিশেষ প্যাকেজ দিচ্ছে কে অ্যান্ড আর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শীত বিদায় নিচ্ছে। সেইসঙ্গে কমে যাচ্ছে শীতবস্ত্রের দাম।

শীত বিদায়ের মুহূর্তে বাণিজ্য মেলায় লেপ ও কম্বলের বিকল্প কমফোর্টারেও বিশেষ প্যাকেজ দিচ্ছে কে এন্ড আর।

শুধু কমফোর্টারে নয়, বালিশের কভার ও বেডশিটের আকর্ষণীয় কালেকশনসহ বিশেষ প্যাকেজ নিয়ে এসেছে ব্র্যান্ডটি।

বাণিজ্য মেলার ২৪৪ নম্বর স্টলে কে এন্ড আর নিয়ে এসেছে বিভিন্ন সাইজের কমফোর্টার।  

স্টলের ইনচার্জ মো. শাকিল জানান, ১টি কমফোর্টার, ১টি বেডশিট ও বালিশের কভারের প্যাকেজে রয়েছে ৭শ’ টাকা পর্যন্ত ছাড়। মেলার বাইরে এর মুল্য ৩ হাজার টাকা হলেও, মেলা উপলক্ষে এর দাম রাখা হচ্ছে মাত্র ২ হাজার ৩শ’ টাকা।

তিনি বলেন, ২টি মাথার বালিশ, ২টি জাম্ব বালিশ, একটি সাইড বালিশ, কভার ও ১টি কমফোর্টারসহ ১টি বেডশিট প্যাকেজে দেয়া হচ্ছে। ৫ হাজার টাকার এ প্যাকেজটি মেলায় পাওয়া যাচ্ছে ৪ হাজার টাকায়।

তবে অর্ডার দিয়ে বিভিন্ন ডিজাইন ও মানের পণ্য পাওয়া যায় বলে জানিয়েছেন তিনি।

শাকিল আরও জানান, ৭ ফুট বাই ৭ ফুট সাইজের কমফোর্টারসহ বিভিন্ন সাইজের কমফোর্টার রয়েছে এখানে। এর বাজার মূল্য ২ হাজার টাকা। কিন্তু বাণিজ্য মেলা উপলক্ষে ক্রেতাদের কাছ থেকে রাখা হচ্ছে ১ হাজার ৭শ’  টাকা। ৫ ফুট বাই ৭ ফুট সাইজের কমফোর্টারের বাজার মূল্য ১ হাজার ৮শ’  টাকা হলেও ক্রেতাদের কাছ থেকে রাখা হচ্ছে ১ হাজার ৫শ’  টাকা।

এছাড়া বেবি সাইজের ১ হাজার ৮শ’  টাকার কমফোর্টার বিক্রি হচ্ছে ১ হাজার ৮শ’ টাকায়। কিং সাইজের বেডশিট ৮শ’ টাকা ও বালিশের কভারের মূল্য ১৫০
টাকা।

তবে কমফোর্টে ক্রেতারাও কমফোর্ট। এমনটিই জানা গেলো স্টলে আসা দিলরুবা নামে এক ক্রেতার কাছ থেকে।

তিনি বলেন, লেপ অথবা কম্বলের চেয়ে কমফোর্ট ব্যবহারে অনেকটাই আরামদায়ক। তাছাড়া ছাড়ও রয়েছে। এখন কিনে রাখলে সামনে শীতেও এটা ব্যবহার করতে পারবো।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।