ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মাসকটে বম্বের জুসি

রহমত উল্যাহ, স্টাফ করেনপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
মাসকটে বম্বের জুসি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাবা ইলিয়াছ হোসেনের সঙ্গে মেলায় আসেন শিশু নিয়ান। ১৪ নম্বর প্রিমিয়ার প্যাভেলিয়ানের সামনে এসেই থ নিয়ান।

ম্যাংগো আকৃতির একটি মাসকট ডাকছে তাকে।
 
প্রথমে ভয় পেলেও পরে মাসকট’র (তুহিন) অভয়ে হাতে হাত মেলালেন। ছবি তুললেন বাবার ফোনে। কিন্তু বাহানা, মাসকটের সাজের জুসি নিতে।
 
বাবা কিনে দিলেন ম্যাংগো, অরেঞ্জম স্ট্রভেরি আর লিচুর স্বাদ আর ফ্লেভারে জুসি। সঙ্গে ফ্রি পেলেন একটি বম্বে ফ্লাই খেলনা।
 
নিয়ানের মতো মেলায় আসা শিশুসহ সব বয়সী মানুষ মাসকট তুহিনের সঙ্গে খেলছে। তুহিন জুসিকে ফোকাস করতে কখনো ফটোসেশন, কখনো নাচের মাধ্যমে আনন্দ দিচ্ছে।
 
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় ২শ মি. মিটারের মাত্র ২০ টাকায় ব্যতিক্রমী এ ফ্রুট ডিঙ্কস নিয়ে এসেছে দেশীয় প্রতিষ্ঠান বম্বে সুইটস অ্যান্ড কম্পানি লিমিটেড।
 
জুসি ছাড়াও বম্বে কম্পানি মেলায় প্রথমবারের মতো নিয়ে এসেছে জার্মানির কুলিং মেশিনে তৈরি স্বাস্থ্যসম্মত মসলা (মরিচ ও হলুদ)।
 
মেলায় আসা সব বয়সী ক্রেতাদের চাহিদা মেটাতে তিনটি নজর কাড়া অফার মেলা উপলক্ষে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কম্পানির কর্মকর্তারা।
 
জুসির ফ্লেভার সম্পর্কে নিয়ান বাংলানিউজকে বলেন, অনেক জুস খেয়েছি। কিন্তু জুসির মতো নয়। জুসি বন্ধুর (মাসকট) সঙ্গে ছবি তুলতে পেরে খুশি নিয়ান।
 
প্যাভেলিয়ানে কম্পানির সেলস এক্সিকিউটিভ সুবীর সাহা বাংলানিউজকে জানান, জুসি মেলায় নতুন পণ্য। জুসি সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি।
 
এতে কৃত্রিম রঙ, মিষ্টি, প্রিভারভেটিভ নেই। এতে প্যাকেটের মধ্যে থাকে স্ট্র (পাইপ)। শতভাগ স্বাস্থ্যসম্মত স্ট্রর ব্যবহার বাংলাদেশে এ প্রথম।
 
সুবীর বলেন, জুসিকে ফোকাস করার জন্য মাসকটের মাধ্যমে শিশুদের আগ্রহ বাড়ানো হচ্ছে। চারটি ফ্লেভারে স্বাস্থ্যসম্মত এ জুসি মেলায় সাড়া ফেলেছে বলে জানান তিনি।
 
মেলায় ‘বম্বে মাসালা’ সম্পর্কে সুবীর বাংলানিউজকে বলেন, মেলায় ৫০ গ্রামের হলুদ ও মরিচের গুড়া (মাসালা) বাজারে প্রথম এনেছে বম্বে সুইটস।
 
তিনি বলেন, এ মাসালার সঙ্গে অন্য কম্পানির মাসালার পার্থক্য হলো এ মাসালা জার্মানির কুলিং মেশিনে তৈরি। গুড়ার পর মাসালা সম্পূর্ণ ঠান্ডা থাকে।
 
এতে মাসালার রঙ, গুণগত মান, স্বাদ নষ্ট হয় না। ফলে এ মাসালা অনায়াসে একবছর পর্যন্ত অক্ষত থাকে। খুচরা নয় প্যাকেজে এ মাসালা বিক্রি হচ্ছে।
 
মেলায় বেশ কয়েকটি আইটেম নিয়ে ৫০, ১০০ ও ২০০ টাকার তিনটি জনপ্রিয় ব্র্যান্ডের প্যাকেজ পণ্য দিচ্ছে দেশীয় এ প্রতিষ্ঠান।
 
জুসি, মিস্টার টুইস্ট, কনটোস্ট, পটেটো ক্রেকার্স, আলুজ, মটর ভাজা, ডাল মুঠ, মসলা, পঙ্কজ, মিস্টার পিচসহ ১২টি পণ্য নিয়ে এসেছে বম্বে সুইটস।
 
প্যাভেলিয়ান ইনচার্জ মো. আবদুল্লাহ আল মঈনুদ্দীন বাংলানিউজকে বলেন, বম্বের জনপ্রিয় ছয়টি পণ্য ৫০ টাকার প্যাকেজ দেওয়া হচ্ছে। সঙ্গে খেলনা বম্বে উইন্ড।
 
৯ আইটেম নিয়ে ১শ টাকার প্যাকেজ। সঙ্গে বম্বে উইন্ড খেলনা ফ্রি। ১৩ আইটেম প্যাকেট নেওয়া হচ্ছে ২শ টাকায়। সঙ্গে বম্বে ফ্লাই খেলনা ফ্রি।
 
মিরপুর থেকে আসা রাশেদা বেগম বম্বের ১শ টাকার প্যাকেজ কিনে বাংলানিউজকে জানান, বম্বের সব খাবারের মান ভালো। তবে প্রচার কম।
 
তিনি বলেন, ইচ্ছা, সততা থাকলে দেশীয় কম্পানি এত ভালো পণ্য তৈরি করতে পারে তার প্রমাণ বম্বে সুইটস।
 
প্যাকেজে সাড়া সম্পর্কে মঈনুদ্দীন বলেন, বম্বে দেশীয় ব্র্যান্ড। মেলায় বিক্রি নয় প্রদর্শনের জন্য এসেছে। প্রদর্শনীতে ব্যাপক সাড়া পাচ্ছে বলে জানান তিনি।
 
মেলায় মটর ভাজা ও মিস্টার পিচ প্রথম আনা হয়েছে জানিয়ে মঈনুদ্দীন বাংলানিউজকে বলেন, স্বাস্থ্যসম্মত এ দুইটি পণ্য আমাদের নতুন।
 
তিনি বলেন, ১৯৪৮ সালে ভালো মানের পণ্য দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে বম্বে বাজারে এসেছে। ভালো পণ্যের কারণে বম্বে এগিয়ে যাচ্ছে।
 
হরতাল ও অবরোধের মধ্যে কেমন সাড়া পাওয়া যাচ্ছে এমন প্রশ্নের জবাবে মঈনুদ্দীন বলেন, বম্বে ব্র্যান্ডের। শুধু প্যাকেজ দিয়ে শেষ করা যাচ্ছে না। বিক্রি সন্তোষজনক।
 
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।