ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গোপালগঞ্জে চাকরি মেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫
গোপালগঞ্জে চাকরি মেলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অনুষ্ঠিত হলো একদিনের চাকরি মেলা।

এ মেলার মাধ্যমে হংকং ও মধ্যপ্রাচ্যের দেশেগুলোতে  গৃহকর্মী নিয়োগ করা হবে বলে আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে।



রোববার সকালে টুঙ্গিপাড়ায় শেখ জামাল যুব উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্রে এ মেলার উদ্বোধন করা হয়।

যুব উন্নয়ন অধিদপ্তর ও এস এ ট্রেডিং-এর যৌথ আয়োজনে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আনোয়ারুল কবির।

গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে এস এ ট্রেডিং-এর সত্ত্বাধিকারী আব্দুল আলিম, যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. সাইদুর রহমান সেলিম, গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান, গোপালগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক খান মাহাবুব উজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।

জেলা যুব উন্নয়ন অধিদপ্তর সূত্র জানায়, এস এ ট্রেডিং নামে একটি বেসরকারি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে দেশের বাইরে গৃহকর্মী পাঠানো হচ্ছে। নির্বাচিত নারীরা মাত্র ২০ হাজার টাকায় হংকং ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যেতে পারবেন। যাদের অর্থ নেই তাদের ঋণ সহায়তার মাধ্যমে পাঠানো হবে।

এ মেলায় গোপালগঞ্জ, বাগেরহাট, নড়াইল, মাদারীপুরসহ ১০ জেলার ৩৭৬ নারী অংশ নেন। এখানে প্রাথমিকভাবে নির্বাচিতদের ২১ থেকে ৩৫ দিন নিবিড়  প্রশিক্ষণের মাধ্যমে উপযোগী করে দেশের বাইরে কাজ করতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।