ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঘর সাজাতে হোমটেক্স পণ্যের চমক!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫
ঘর সাজাতে হোমটেক্স পণ্যের চমক! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঘর সাজনোর বাহারি সব পণ্যে চমক এনেছে হোমটেক্স। আর সব পণ্যে যদি থাকে ৫ থেকে ২৫% পর্যন্ত ছাড়, তাহলে তো বাজিমাত!

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় হোমটেক্সের ২২ ও ৩৭ নম্বর প্রিমিয়ার স্টলে তাই বাড়ছে মানুষের ভিড়।



কোম্পানির ম্যানেজার ও স্টল ইনচার্জ মো. রকিবুল জানান, এবারের মেলায় হোমটেক্সের বিভিন্ন পণ্যে চমক রয়েছে। আর প্রতিটি পণ্যে ছাড় রয়েছে ৫ থেকে ২৫% পর্যন্ত।

তিনি জানান, বেশিরভাগ ক্রেতার ধারণা, হোমটেক্সে শুধু চাদরই পাওয়া যায়। কিন্তু ঘর সাজানোর সব ধরনের পণ্যই আমরা বিক্রি করছি। আর মেলা উপলক্ষে আমাদের তোয়ালেতেও দিচ্ছি বিশেষ ছাড়।

এবারের মেলায় ক্রেতাদের জন্য ৬৫ থেকে ১ হাজার ৬৫০ টাকা দামের তোয়ালেতে দেওয়া হচ্ছে ৩০ শতাংশ ছাড়। এছাড়াও ৬৫০ থেকে ৪ হাজার ৫শ’ টাকা দামের চাদরেও ছাড় দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

রকিবুল আরও জানান, মেলায় পাওয়া যাচ্ছে বিছানার কভার, কমফোর্টার, কুইট কভার, এমব্রয়ডারি করা বিছানার চাদর, কম্বল, বাথরোব, ডিভাইন পিলো, ডেকোরেশন পিলো, কুশন পিলোসহ রঙ-বেরঙের পণ্য সামগ্রী। এছাড়াও সদ্যজাত শিশুদের জন্যও রয়েছে বাহারি বেবিসেট সেট।  

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।