ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

স্বাদে ও সুস্বাস্থ্যে ফু-ওয়াং ফুডস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫
স্বাদে ও সুস্বাস্থ্যে ফু-ওয়াং ফুডস ছবি: রেহানা/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মজাদার স্বাদের নতুন সব পণ্য নিয়ে এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় হাজির হয়েছে ফু-ওয়াং ফুডস লিমিটড।
মেলা উপলক্ষে ফু-ওয়াং দিচ্ছে তিনটি প্যাকেজ সুবিধা।

৩৭৫ টাকার পণ্য ৩০০ টাকায়, ২২০ টাকার পণ্য ২০০ টাকায় এবং ১১০ টাকার পণ্য ১০০ টাকায় পাওয়া যাচ্ছে।

তাদের নতুন পণ্যেগুলোর মধ্যে রয়েছে এনার্জি ড্রিঙ্কস (১৮+), চকো পাই, ওয়াকার ফু-ওয়াং ডেইরি মিল্কস ও গুডি নুডলস।

ফু-ওয়াংয়ের অ্যাসিসট্যান্ট ম্যানেজার ও স্টল ইনচার্জ মো. রঞ্জু হক জানান, এবারের মেলায় ফু-ওয়াংয়ের জনপ্রিয় পণ্যগুলো পাওয়া যাচ্ছে। এর মধ্যে রয়েছে ডয়ালস বিস্কুট, হরলিক্স বিস্কুট, চানাচুর, ফ্যামেলি প্যাক নুডুলস, ওয়েফার, ড্রাইকেকসহ নানান সব খাদ্য সামগ্রী।

মেলায় ফু-ওয়াংয়ের ৩১ নম্বর স্টলে আসা নিয়মিত ক্রেতা শরীফা জানান, এমনিতেও আমি ফু-ওয়াংয়ের নিয়মিত ক্রেতা। মেলায় ঘুরতে ঘুরতে চোখে পড়ল স্টলটি। যেহেতু বাইরে থেকে কিনতেই হবে, তাই এখান থেকে ৩০০ টাকার প্যাকেজটি কিনেছি।

প্রায় চার বছর পর আবারও বাণিজ্য মেলায় অংশ নিয়েছে ফু-ওয়াং ফুডস। তবে এতদিনে জনপ্রিয়তা কমার বদলে বেড়েছে বলে দাবি করে রঞ্জু বলেন, ভালো মানের পণ্য সরবরাহের কারণে আমাদের জনপ্রিয়তা বেড়েই চলেছে। তাছাড়া ক্রেতাদের সেবায় আমরাও সার্বক্ষনিক নিয়োজিত।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫

** ঘর সাজাতে হোমটেক্স পণ্যের চমক!

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।