ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শয়তানের চোখ ১০০ টাকা!

ঊর্মি মাহবুব, স্টাফ করেসপন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
শয়তানের চোখ ১০০ টাকা! ছবি: রাজিব/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে: এভিল আই। বাংলায় যাকে বলে শয়তানের চোখ।

তুরস্কে প্রবাদ আছে, এভিল আই ঘরে ঝুলিয়ে রাখলে বা লকেট আকারে পড়লে শয়তানের প্ররোচনা থেকে রক্ষা পাওয়া সম্ভব।

কিন্তু এ ‘এভিল আই’ পাবেন কী করে! চিন্তা নেই, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার চার নম্বর প্যাভিলিয়নে দেখা মিলবে ‘শয়তানের চোখের’। বিভিন্ন আকৃতির ও বিভিন্ন দামের এভিল আই পাওয়া যাচ্ছে বাণিজ্য মেলায়।

লকেট, দেয়ালে ঝুলানো ওয়ালম্যাট, শোপিচ আকারে ‘এভিল আই’ ১০০-১০০০ হাজার টাকায় পাওয়া যাচ্ছে বলে জানান বিক্রেতা রাজু।

বাংলানিউজকে তিনি বলেন, প্রবাদ বাক্য কতোটা সত্য তা জানা নেই। তবে ক্রেতাদের চাহিদা বেশি এভিল আইয়ের দিকেই। এভিল আইয়ের লকেট ১০০-৫০০ টাকায় পাওয়া যাচ্ছে। ৩০০-১০০০ টাকায় পাওয়া যাচ্ছে ওয়ালম্যাট।

এভিল আই কিনে খুশি ক্রেতারাও। রাজধানীর তিতুমীর কলেজের ছাত্র আলিফ বলেন, আমি প্রবাদ বিশ্বাস না করলেও, মা করেন। তাই মায়ের জন্য নিয়ে যাচ্ছি।

এদিকে, অবরোধ সত্ত্বেও সোমবার বাণিজ্য মেলায় ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ১ জানুয়ারি ২০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৩১ জানুয়ারি পযর্ন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় দেশি-বিদেশি বিভিন্ন পণ্য দেখার সুযোগ মিলবে দর্শনার্থীদের।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ১০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।