ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ড. আতিউর রহমানকে বাফেডা’র সংবর্ধনা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
ড. আতিউর রহমানকে বাফেডা’র সংবর্ধনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: এশিয়া-প্রশান্ত মহাসাগর অঞ্চলের শ্রেষ্ঠ কেন্দ্রীয় ব্যাংক গভর্নর সম্মাননাপ্রাপ্তিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানকে সংবর্ধনা জানিয়েছে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস্ অ্যাসোসিয়েশন(বাফেডা)

সোমবার (১৯ জানুয়ারি ২০১৫) বাফেডা চেয়ারম্যান ও মেঘনা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল আমিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তাঁকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানায়।

বাফেডার ভাইস চেয়ারম্যান ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল মান্নান, কোষাধ্যক্ষ ও  জনতা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুস সালাম, সদস্য ও ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতিখার এবং সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সহিদ হোসেন এসময় উপস্থিত ছিলেন।



বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।