ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাদশাহী কায়দায় জুতা পলিশ!

ঊর্মি মাহবুব, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
বাদশাহী কায়দায় জুতা পলিশ! ছবি : রাজিব/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মোঘল রাজত্ব শেষ হয়েছে সেই কবে! কিন্তু এখনও মোঘল ঐতিহ্যের রেশ রয়ে গেছে। মোঘল বাদশাহী কায়দায় সৌখিন মানুষরা কতো কিছুই না করেন।

কেউবা ব্যবহার করেন তৈজসপত্র, কেউবা আয়না, কেউ ঘরে সাজনোর শোপিস। কিন্তু এবারের বাণিজ্য মেলায় পাওয়া যাচ্ছে মোঘল বাদশাহী কায়দায় জুতা পলিশের বাক্স।

এগুলো জুতা পলিশের সাধারণ কোনো বাক্স নয়। তামার তৈরি কাঠামোতে দু’পাশে রয়েছে ৮টি থেকে ১০টি কৌটা। আর এসব কৌটার মুখের নিচের অংশ তামায় তৈরি, আর মাঝের অংশ তৈরি হয়েছে কাচ দিয়ে। শুধু তামার পাত হলেও কথা ছিলো। এসব তামার পাতে রয়েছে বাহারী ধরনের নকশা কাটা। প্রথম দৃষ্টিতে দেখলে মনে হবে এটি জুতা পলিশের বাক্স নয়, বসার ঘরে সাজিয়ে রাখার কোনো শোপিস।

বাদশাহী কায়দায় এসব জুতা পলিশের বাক্সের ক্রেতা বাণিজ্য মেলায় খুব বেশি নয়। সৌখিন বস্তু, তাই দাম কিছুটা বেশি হওয়ায় যতো না মানুষ কিনছে তার থেকে দেখতেই আসছে বেশি বলে জানান বিক্রেতা সুজন।

সুজন বাংলানিউজকে বলেন, এ ধরনের মুঘল আমলের বাদশাহী জুতা পলিশের বক্সের দাম পড়বে ১০ হাজার টাকা থেকে ১৫ হাজার টাকা। তবে এসব পণ্য বিক্রির উদ্দেশ্যে আমরা আনিনি। কিন্তু কেউ কিনতে চাইলে আমরা বিক্রি করছি। দাম যেহেতু বেশি তাই ক্রেতা তেমন পাচ্ছি না। কিন্তু প্রচুর মানুষ আসছে এসব জুতা পলিশের বাক্স দেখতে।
 
বাদশাহী জুতা পলিশের বাক্স দেখতে এসেছেন মিরপুরের গৃহিণী পরমা। হাসিমুখে তিনি বলেন, আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ। ১০ হাজার টাকা দিয়ে কেবল একটি জুতা পলিশ করার বাক্স কেনার সাধ্য নেই বটে, কিন্তু দেখতে তো সমস্যা নেই।

গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে চলছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৫। রফতানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী, এবারের বাণিজ্য মেলায় বাংলাদেশ, অস্ট্রেলিয়া, বৃটেন, জার্মানিসহ মোট ১৫টি দেশ অংশ নিচ্ছে। মেলায় বিদেশি প্রতিষ্ঠানের জন্য মোট ৪৮টি প্যাভিলিয়ন বরাদ্দ রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।