ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এফবিসিসিআইয়ের সভাপতিকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
এফবিসিসিআইয়ের সভাপতিকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা: বিসিআইএমের বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ায় এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নতুন দায়িত্ব পাওয়ার পর সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে যান কাজী আকরাম উদ্দিন আহমেদ।

এ সময় প্রধানমন্ত্রী কাজী আকরাম উদ্দিনকে উষ্ণ অভিনন্দন জানিয়ে নতুন দায়িত্ব সুচারুভাবে পালন করে দেশের ভাবমূর্তি ও ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির পরামর্শ দেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী সাংবাদিকদের এ কথা জানান।

বাংলাদেশ, চীন, ভারত ও মায়ানমারের জোট-বিসিআইএম। এ চারটি দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্যই বিজনেস কাউন্সিল গঠন করা হয়েছে। কাজী আকরাম উদ্দিন সংগঠনটির চেয়ারম্যান হিসেবে দুই বছরের জন্য দায়িত্ব পান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী বিসিআইএম বিজনেস কাউন্সিলকে আরো কার্যকর করতে বলেন।

বিসিআইএমের মাধ্যমে সদস্য দেশগুলো বিশেষ করে চীনের সঙ্গে বাংলাদেশের কানেকটিভিটি আরো বৃদ্ধি পাবে বলেও আশা করেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশের আগে বিসিআইএম বিজনেস কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্বে ছিল চীন।

এ কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ায় বাংলাদেশের একটি সফলতা হিসেবে দেখা হচ্ছে। যা গত বছর প্রধানমন্ত্রীর চীন সফরের ধারাবাহিক সফলতারও একটি অংশ হিসেবে মনে করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় এফবিসিসিআইয়ের সভাপতির সঙ্গে ছিলেন সংগঠনটির প্রথম সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলী ও সহ-সভাপতি হেলাল উদ্দিন।

বাংলাদেশ সময়: ২১২১ ঘন্টা, জানুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।