ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ন্যাশনাল ব্যাংকের অর্থ পাচার প্রতিরোধ শীর্ষক কর্মশালা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৫
ন্যাশনাল ব্যাংকের অর্থ পাচার প্রতিরোধ শীর্ষক কর্মশালা

ঢাকা: ন্যাশনাল ব্যাংক লিমিটেড, চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে ‘মানি লন্ডারিং এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন প্রতিরোধ’ শীর্ষক কর্মশালা ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের, কনফারেন্স হলে শনিবার (১৮-০৪-২০১৫ইং) অনু্ষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলদেশ ব্যাংক, চট্টগ্রাম এর নির্বাহী পরিচালক মোঃ মিজানুর রহমান জোদ্দার।

বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ বারিকুল্লাহ্ এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও উপ-প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ কর্মকর্তা মোঃ আব্দুল ওয়াহাব।

দিনব্যাপী এ কর্মশালায় সভাপতিত্ব করেন ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মামুনুর রশিদ মোল্লা।

ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের শাখা ব্যবস্থাপক, নির্বাহী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, এপ্রিল: ১৯, ২০১৫
এসই/এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।