ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘জিওনি’ এখন বাংলাদেশের বাজারে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৫
‘জিওনি’ এখন বাংলাদেশের বাজারে ছবি: নাজমুল হাসান/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রথমবারের মতো বাংলাদেশের বাজারে এসেছে চীনের সর্ববৃহৎ মোবাইল হ্যান্ডসেট প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘জিওনি’।

রোববার (১৯ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন নির্মাণের জন্য খ্যাতি পাওয়া জিওনি’র হ্যান্ডসেটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।



জিওনি’র গ্লোবাল ডিরেক্টর (সেলস) ফ্রাঙ্ক, কান্ট্রি ম্যানেজার ফিদেল, বাংলাদেশে জিওনি’র এজেন্ট কামরুল হাসান এক সঙ্গে জিওনি’র হ্যান্ডসেট উম্মুক্ত করেন। প্রথম অবস্থায় জিওনি ৬টি হ্যান্ডসেট নিয়ে বাংলাদেশে এসেছে। এর নতুন হ্যান্ডসেট ইলাইফ এস৭ এখন থেকে সর্বত্র পাওয়া যাবে। হ্যান্ডসেট পর্যবেক্ষণের জন্য রাখা হয় এক্সপেরিমেন্ট জোন।  

২০১১ সাল থেকে জিওনি ভারত, নাইজেরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, মায়ানমার, থাইল্যান্ড, ফিলিপাইনসহ বিভিন্ন দেশে ছড়িয়ে রয়েছে। বিশ্বব্যাপী ৪২টি দেশের পর জিওনি এলো বাংলাদেশে। কোম্পানিটি প্রতি মাসে ১৫ লাখ হ্যান্ডসেট বিদেশে রপ্তানি করে থাকে। জিওনি’র কাছে নিজস্ব ডিজাইনার, আরএন্ডডি টিম ও প্রস্তুতকারী প্রতিষ্ঠান। কারণ জিওনি সমসময়ই হাল ফ্যাশনের স্টাইল ও নতুন নতুন উদ্ভাবনে বিশ্বাস করে।

২০০২ সালে চীনে যাত্রা শুরু করে এই প্রতিষ্ঠানটি। জিওনি’র হ্যান্ডসেট ১৪ মাসের মধ্যে ভারতের শীর্ষ পাঁচ ব্র্যান্ড হিসেবে স্থান করে নেয়। নেপালে এই অবস্থান করতে তাদের সময় লাগে মাত্র ৬ মাস। বিশ্বের শীর্ষ ১০টি মোবাইল ব্র্যান্ডের মধ্যে ইতিমধ্যে স্থান করে নিয়েছে চীনের এই ব্র্যান্ডটি।    

২০১৪ সাল থেকে পাতলা স্মার্টফোন তৈরিতে কাজ শুরু করে জিওনি। এরই মধ্যে রয়েছে সাড়ে পাঁচ মিলিমিটার পুরু জিওনি ইলাইফ এস ৫.৫ ও ৫ দশমিক ১৫ মিলিমিটার পুরু জিওনি ইলাইফএস ৫.১ স্মার্টফোন। এই দুটি হ্যান্ডসেট এখন বাজারে পাওয়া যাচ্ছে।  

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৫ 
আইএইচ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।