ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

খুলনা বিভাগে ক্ষতিকর শিল্পের সংখ্যা ৯৮টি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৭ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
খুলনা বিভাগে ক্ষতিকর শিল্পের সংখ্যা ৯৮টি

খুলনা: খুলনা পরিবেশ অধিদপ্তরের পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন বলেছেন, খুলনা বিভাগে মোট শিল্পের সংখ্যা ১০ হাজার ৯২০টি। এর মধ্যে পরিবেশের ক্ষতি করেনা বা গ্রিন ক্যাটাগরির শিল্পের সংখ্যা মাত্র ৬৯টি| পরিবেশের জন্য অধিক ক্ষতিকর শিল্পের সংখ্যা ৯৮টি।

বাকি ১০ হাজার ৭৫৩টি শিল্প প্রতিষ্ঠান পরিবেশের অল্প ক্ষতি করে।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে খুলনা পরিবেশ অধিদপ্তরের আয়োজনে এর বিভাগীয় কার্যালয়ে পরিবেশ সংরক্ষণে আইনের প্রয়োগ বিষয়ক এক কর্মশালায় এসব কথা জানান তিনি।

ড. মল্লিক আনোয়ার হোসেন জানান, খুলনা বিভাগে পরিবেশগত সংকটাপন্ন এলাকার মধ্যে বাগেরহাটের মংলা, রামপাল, শরণখোলা ও মোড়লগঞ্জ, খুলনার দাকোপ, পাইকগাছা ও কয়রা এবং সাতক্ষীরার শ্যামনগর ও  আশাশুনি উপজেলা উল্লেখযোগ্য।

এর আগে কর্মশালার উদ্বোধন করেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. রইছউল আলম মন্ডল।

সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মো. আব্দুস সামাদ। বিশেষ অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক ড. সুলতান আহমেদ ও খুলনার অতিরিক্ত ডিআইজি খন্দকার রফিকুল ইসলাম।

উপস্থাপনার ওপর আলোচনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক ড. দিলীপ দত্ত এবং কুয়েটের প্রভাষক এস এম তরিকুল ইসলাম।

কর্মশালায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপন, ময়ূর নদী ধ্বংস, খুলনা নগরের জলাবদ্ধতা, সুন্দরবনের পরিবেশ নষ্টসহ অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা ব্যাপক জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি আইনের প্রয়োগের ওপর জোর দেওয়ার সুপারিশ করেন।
বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সংবাদকর্মীসহ পরিবেশ আন্দোলনের নেতারা কর্মশালায় অংশ নেন ।

বাংলাদেশ সময়: ০৩১৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
কেএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।