ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সাভারে করদাতা উদ্বুদ্ধকরণ সেমিনার অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
সাভারে করদাতা উদ্বুদ্ধকরণ সেমিনার অনুষ্ঠিত

সাভার (ঢাকা): রাজস্ব আদায় নিয়ে করদাতাদের হয়রানির দিন শেষ। এখন থেকে ঘরে বসেই অনলাইনে রির্টান দাখিল করাসহ যাবতীয় কাজ সম্পন্ন করতে পারবেন করদাতার‍া।

এমনকি রাজস্ব নিরুপণ নিয়ে কোনো আপত্তি থাকলে তার জন্যও মূসক (মূল্য সংযোজন কর) দফতরে যাওয়ার প্রয়োজন নেই। ঘরে বসেই অনলাইনে আপিল করা যাবে এবং অনলাইনে রায়ের কপিও পাওয়া যাবে।

সাভারে মূল্য সংযোজন কর (মূসক) ও সম্পূরক শুল্ক আইন ২০১২ করদাতা উদ্বুদ্ধকরণ বিষয়ক সেমিনারে বিষয়গুলো অবহিত করা হয়।
সোমবার (২০ এপ্রিল) সকালে সাভারের থানা স্ট্যান্ডে মামুন কমিউনিটি সেন্টারে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট সাভার বিভাগের আয়োজনে সেমিনারটি আনুষ্ঠিত হয়।

কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সাভার বিভাগের বিভাগীয় কর্মকর্তা আকতার হোসেনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিশনার (কাস্টমস,এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা পশ্চিম) মো. মতিউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ঢাকা পশ্চিমের যুগ্ন কমিশনার শামীম আরা বেগম, সিইও এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লি. এর ইঞ্জিনিয়ার রবিউল আলম,
২০১৩ সালের ঢাকা জেলার সর্বোচ্চ করদাতা টেকনো ভেঞ্চার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ এইচ  এম মাহতাব উদ্দিন প্রমুখ।   

জনসচেতনতার অংশ হিসেবে সেমিনারে অনলাইনে কর প্রদানের বিভিন্ন সুবিধা সম্পর্কে করদাতাদের বিশেষভাবে অবগত করা হয়। এ সময় ঘরে বসেই কর দেওয়ার বিভিন্ন পদ্ধতি আলোচনা করা হয়।
এছাড়া রিটার্ন দাখিল করার জন্য আর ম‍ূসক আফিসে না গিয়ে দেশের যেকোনো প্রান্ত থেকে অনলাইনে মূসক দাখিল করার সুবিধাগুলো বিস্তারিত আলোচনা করা হয়।

পর্যায়ক্রমে দেশের প্রত্যেকটি উপজেলায় এ ধরনের সেমিনার করা হবে বলেও জানান আয়োজকরা।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
এসএইচএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।