ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ব্যাংকের নিরাপত্তা তদারকি করবে কেন্দ্রীয় ব্যাংক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
ব্যাংকের নিরাপত্তা তদারকি করবে কেন্দ্রীয় ব্যাংক গর্ভনর ড. আতউর রহমান

ঢাকা: দেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা তদারকি করবে কেন্দ্রীয় ব্যাংক। এজন্য সকল ব্যাংকের নিরাপত্তা  ব্যবস্থা পরিদর্শনও করা হবে।


 
সাভারের আশুলিয়ায় বাংলাদেশ কমার্স ব্যাংকে ডাকাতির ঘটনায় গর্ভনর ড. আতউর রহমান বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
 
ভবিষ্যতে যাতে ডাকাতদল ব্যাংকে প্রবেশ করে অস্ত্রের মুখে কর্মকর্তাদের জিম্মি করে কাউকে হত্যা ও লুটপাট চালাতে না পারে বা ডাকাতি রোধ করতে নিরাপত্তা কিভাবে জোরদার করা যায়, এ নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা করা হবে বলেও জানিয়েছেন গর্ভনর।
 
বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক এএফএম আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, বুধবার (২২ এপ্রিল) সকালে হযরত শাহজালাল (রহ.) আর্ন্তজাতিক বিমানবন্দরে নেমে উপস্থিত কর্মকর্তাদের এ বিষয়ে অবহিত করেন গর্ভনর।
 
গর্ভনর এ সময় কমার্স ব্যাংকে ডাকাতির ঘটনায় জড়িতদের দ্রুত আটক, লুট হওয়া টাকা উদ্ধার ও ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে অনুরোধ জানান।
 
বিশ্ব ব্যাংক-আইএমএফের বসন্তকালীন বৈঠক শেষে বুধবার সকালে দেশ ফেরেন বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আতিউর রহমান। গত ১৩ এপ্রিল রাতে ঢাকা ত্যাগ করেছিলেন গর্ভনর।
 
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে ১২/১৫ জনের একদল ডাকাত গ্রাহকবেশে আশুলিয়ার কাঠগড়া বাজারে অবস্থিত বাংলাদেশ কমার্স ব্যাংকে ঢুকে লুটপাট চালায়। তাদের গুলি, বোমা ও অস্ত্রের আঘাতে মারা যান শাখা ব্যবস্থাপক অলিউল্লাহসহ এক নিরাপত্তা কর্মী। পরে এক ডাকাতসহ মারা গেছেন আরও ৬ জন।
 
বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
এসই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।