ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আশুলিয়ায় ব্যাংক ডাকাতি

নিহতদের পরিবারকে লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
নিহতদের পরিবারকে লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

ঢাকা: আশুলিয়ায় ব্যাংক ডাকাতির ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবারকে ১ লাখ টাকা করে দেবে বাংলাদেশ ব্যাংক। বুধবার(২২ এপ্রিল’২০১৫) বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমান এ ঘোষণা দিয়েছেন বলে বাংলানিউজকে জানিয়েছেন গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান।



বাংলোদেশ ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের(সিএসআর) অংশ হিসেবে এ টাকা দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার দুপুর ২টার দিকে ঢাকার আশুলিয়ায় বাংলাদেশ কমার্স ব্যাংকের কাঠগড়া শাখায় ডাকাতদলের হামলায় শাখা ব্যবস্থাপকসহ ৭জন নিহত হন।

এরা হলেন- ব্যাংকের ব্যবস্থাপক মো. অলিউল্লাহ (৪৫), ব্যাংকের নিরাপত্তা রক্ষী বদরুল আলম (৩৮), ব্যাংকের গ্রাহক ব্যবসায়ী পলাশ (৪৮), ব্যাংক ভবনের নিচে ঝালমুড়ি বিক্রেতা মুনির হোসেন (৬০), ব্যাংক ভবনে অবস্থিত মার্কেটের দোকানি জিল্লুর রহমান, আশুলিয়ার কুটুরি এলাকার জমির (৩৮) এবং ব্যাংকের পাশের দোকানের চাল বিক্রেতা নূর মোহাম্মদ (৩৫)।

এছাড়া এ ঘটনায় বেশ ক’জন আহত রয়েছেন। এরা সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এদের কয়েকজনের অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
এসই/এনএস

** আশুলিয়ার ডাকাতিতে নিহতদের ময়না তদন্ত সম্পন্ন
** ডাকাতের হামলায় জাবির প্রাক্তন ছাত্র শাহাবুদ্দিনের মৃত্যুতে উপাচার্যের শোক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।