ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রেশমের অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে নতুন প্রকল্প

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
রেশমের অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে নতুন প্রকল্প

রাজশাহী: বর্তমান সরকার রেশম শিল্পের অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। যে কারণে “একটি বাড়ি একটি খামার” প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে রেশম।

কেননা অর্থনৈতিক সমৃদ্ধি ও বেকারত্ব হ্রাসে রেশম শিল্প খুলে দিতে পারে সম্ভাবনার দুয়ার।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে বাংলাদেশ রেশম উন্নয়ন রাজশাহী বোর্ডের সভাকক্ষে অনুষ্ঠিত এক কর্মশালায় রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ এসব কথা বলেন।

এর আগে “একটি বাড়ি একটি খামার প্রকল্পের সঙ্গে রেশম চাষ সম্পৃক্তকরণ” শীর্ষক কর্মশাল‍ার উদ্বোধন করেন তিনি।

হেলালুদ্দীন বলেন, প্রধানমন্ত্রীর সার্বিক দিক নির্দেশনায় রেশম শিল্পের উন্নয়নের স্বার্থে “একটি বাড়ি একটি খামার প্রকল্পে রেশম চাষ সম্পৃক্তকরণ” প্রকল্পটির পথ চলতে শুরু করেছে। প্রথম পর্যায়ে দেশের ২৫টি উপজেলায় এর কার্যক্রম শুরু করা হয়েছে।

তিনি বলেন, এক সময় চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটকে রেশমের সূতিকাগার বলা হতো। রেশম চাষীদের অনাগ্রহ, পৃষ্ঠপোষকতার অভাব, পেশাগত পরিবর্তন ও আমদানি নির্ভরশীলতা এই শিল্পকে ক্ষয়িঞ্চু অবস্থায় এনে দিয়েছে। কিন্তু বাস্তবতা হলো, আমাদের দেশে রেশম কাপড়ের চাহিদা রয়েছে। ইউরোপ-আমেরিকার মত দেশেও অভিজাত পোশাক হিসেবে রয়েছে রেশমের ব্যাপক সমাদর। তাই রেশম শিল্প পুনরুদ্ধারের এখনই সময়।

এসময় বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক আনিস-উল-হক ভূঁইয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সদস্য জোবেদা খাতুন (উৎপাদন ও বাজারজাতকরণ), জ্যোতিলাল কুরী  (অর্থ ও পরিকল্পনা), সেরাজুল ইসলামসহ (সম্প্রসারণ ও প্রেষণা) রেশম উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারী, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা “একটি বাড়ি একটি খামার” প্রকল্পের সমন্বয়কারী ও মাঠ পর্যবেক্ষকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
এসএস/এটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।