ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

২০১৫-১৬ অর্থবছর

চূড়ান্ত এডিপি সাড়ে ৯২ হাজার কোটি টাকা

মফিজুল সাদিক, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
চূড়ান্ত এডিপি সাড়ে ৯২ হাজার কোটি টাকা

ঢাকা: ২০১৫-১৬ অর্থবছরে ৭১টি মন্ত্রণালয় ও বিভাগে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার নির্ধারণ করা হয়েছে ৯২ হাজার পাঁচশ’ কোটি টাকা।

এডিপি বরাদ্দের সরকারি খাত থেকে আসবে ৫৮ হাজার কোটি টাকা ও প্রকল্প সাহায্য থেকে আসবে ৩৪ হাজার পাঁচশ’ কোটি টাকা।



২০১৫-১৬ অর্থবছরের জন্য এডিপি’র আকার পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে অর্থ বিভাগ।

পরিকল্পনা কমিশন সূত্র জানায়, আগামী ১৫ মে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় (এনইসি) এডিপি’র চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এডিপি’তে সব থেকে বেশি বরাদ্দ রাখা হয়েছে স্থানীয় সরকার বিভাগে ১৬ হাজার ছয়শ’ ৫০ কোট ১০ লাখ টাকা ও বিদ্যুৎ বিভাগে ১৫ হাজার চারশ’ ৮৫ কোটি ১৭ লাখ টাকা।

এছাড়া, সেতু বিভাগে ৮ হাজার নয়শ’ ২১ কোটি, রেলপথ মন্ত্রণালয়ে পাঁচ হাজার চারশ’ কোটি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে চার হাজার ছয়শ’ ৭৫ কোটি, স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঁচ হাজার তিনশ’ ৩১ কোটি ও শিক্ষা মন্ত্রণালয়ের জন্য তিন হাজার আটশ’ ৯৭ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য ও সিনিয়র সচিব ড. শামসুল আলম বাংলানিউজকে বলেন, এডিপি’র চূড়ান্ত আকার নির্ধারণ করা হয়েছে সাড়ে ৯২ হাজার কোটি টাকা। মে মাসে এনইসি সভায় এডিপি’র আকার চূড়ান্ত অনুমোদনের জন্য তোলা হবে। তবে মন্ত্রণালয় ও বিভাগের চাহিদা অনুযায়ী, কিছুটা কমবেশি হতে পারে। তবে সব কিছু নির্ভর করবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর। হয়তো এর আকার ৯৫ হাজার কোটি টাকাও হতে পারে।

অর্থ বিভাগের যুগ্ম-সচিব হাবিবুর রহমান স্বাক্ষরিত চিঠিতে দেখা গেছে, এডিপি’তে রাষ্ট্রপতির কার্যালয়, সরকারি কর্ম কমিশন সচিবালয়, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক কার্যালয়ের জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি।

তবে সব থেকে কম বরাদ্দ রাখা হয়েছে সংসদ বিষয়ক বিভাগের জন্য মাত্র ছয় কোটি ৪৫ হাজার টাকা।

এছাড়া জাতীয় সংসদ সচিবালয়ে বরাদ্দ রাখা হয়েছে ছয় কোটি ৬৫ লাখ টাকা। দুর্নীতি দমন কমিশনের জন্য সরকারি বরাদ্দ রাখা হয়েছে সাত কোটি সাত লাখ টাকা।

মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে এক হাজার তিনশ’ ২৫ কোটি ৫৩ লাখ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক হাজার ৩৮ কোটি ৬৬ লাখ, পররাষ্ট্র মন্ত্রণালয়ে একশ’ ১৬ কোটি, আইন ও বিচার বিভাগে তিনশ’ ২৯ কোটি তিন লাখ ও বাণিজ্য মন্ত্রণালয়ে দুইশ’ ২০ কোটি ৩৫ লাখ টাকা এডিপি’তে বরাদ্দ রাখা হয়েছে।

২০১৪-১৫ অর্থবছরের জন্য মূল এডিপিতে মোট বরাদ্দ ছিল ৮০ হাজার ৩১৫ কোটি টাকা (সংস্থার নিজস্ব অর্থায়ন ছাড়া)। এরপর পাঁচ হাজার টাকা কমিয়ে ৭৫ হাজার কোটি টাকার সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) অনুমোদন দেয় এনইসি।

২০১৪-১৫ অর্থবছরের থেকে ২০১৫-১৬ অর্থবছরে মূল এডিপি’তে প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকা বেশি বরাদ্দ আসছে।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
এমআইএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।