ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের শাখা উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের শাখা উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজবাড়ী: রাজবাড়ীতে দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের (ইসলামী শরী’আহ মোতাবেক পরিচালিত) ১১০ তম শাখা উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) সকাল ১১টায় জেলা শহরের বড় বাজার রোড পালপট্টী মণ্ডল প্লাজার দ্বিতীয় তলায় জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে শাখার শুভ উদ্বোধন করেন রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।



দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ এর ভাইস-চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গ্রুপ ক্যাপ্টেন (অবঃ) জি.ডি.(পি) পিএসসি আবু জাফর চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম খান, বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষক মেজর (অবঃ) জিল্লুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট এম এ খালেক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নওশীন পূনীণি।

অনুষ্ঠানে অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন-রাজবাড়ী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী আব্দুল মতিন মণ্ডল, রাজবাড়ী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক বিশিষ্ট কাপড় ব্যবসায়ী জাকির হোসেন, দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ রাজবাড়ী ব্রাঞ্চ ম্যানেজার মো. শরিফুল ইসলাম প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে মহান আল্লাহর দরবারে দোয়া চেয়ে মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।